X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘রাঙাপ্রভাত’ নিয়ে বেকায়দায় বিমান

চৌধুরী আকবর হোসেন
২০ মার্চ ২০১৭, ২২:১৬আপডেট : ২১ মার্চ ২০১৭, ০৯:৫৩

বিমান বাংলাদেশ এয়ার লাইন্স সৌদি আরবের দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ দিন ধরে গ্রাউন্ডেড বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ‘রাঙাপ্রভাত’। গত ২৬ ফেব্রুয়ারি ইঞ্জিনে পাখির আঘাত লাগায় দাম্মাম বিমানবন্দরে বিকল হয়ে যায় উড়োজাহাজটি।বিমানের বহরে এই উড়োজাহাজ না থাকায় আর্থিক ক্ষতির পাশাপাশি শিডিউল বিপর্যয়ের ধকলে পড়েছে‍ বিমান।

বিমান সূত্র জানায়, প্রায় ১৭ দিন পর রাঙাপ্রভাত  উড়োজাহাজের  ইঞ্জিন  সচল করতে বিমানের ১০ জন প্রকৌশলীকে সৌদি আরবে পাঠানো হয়। ভিসা জটিলতার কারণে এতদিন প্রকৌশলীরা সৌদি আরবে যেতে পারেননি। তবে দাম্মাম বিমানবন্দরে গিয়েও প্রকৌশলীরা দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করার সুযোগ পাচ্ছেন না। এ কারণে উড়োজাহাজটি সচল করতে বেশি সময়ের প্রয়োজন হচ্ছে।এই উড়োজাহাজটি সাত দিন সি-চেক শেষে দাম্মামে গিয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র মতে, রাঙ্গাপ্রভাতের ইঞ্জিন গত ২৬ ফেব্রুয়ারি বিকল হলেও বিমানের প্রকৌশলীরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন ১৪ মার্চ। তারা ১৫ মার্চ সকালে দাম্মাম পৌঁছালেও বিমানবন্দরে প্রবেশের পাস পান রাত ৮ টায়। প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রুহুল কুদ্দুস ফারুকের নেতৃত্বে প্রকৌশলীরা উড়োজাহাজ মেরামতে কাজ করছেন।

জানা গেছে, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী এই রাঙাপ্রভাতের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। এ ঘটনায় ২০ ডিসেম্বর  রাতে বিমানবন্দর থানায় ৯ জনকে আসামি করে মামলা (মামলা নম্বর ২৩)করেন বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড  ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান।মামলার অভিযুক্তরা বর্তমানে কারাগারে রয়েছেন।

পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের একটি উড়োজাহাজ রাঙাপ্রভাত ছাড়াও বহরের বাইরে রয়েছে বিমানের আরও দুটো উড়োজাহাজ। ইন্দোনেশিয়া থেকে ভাড়া নেওয়া বোয়িং ৭৩৭-৮০০ ইআর উড়োজাহাজটি নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ডি-চেকের জন্য সেদেশে পাঠানো হয়েছে। বিমানের প্রকৌশল বিভাগ জানিয়েছে, আগামী ৩০ মার্চ ডি-চেক শেষে যাত্রী পরিবহন করতে বহরে ফিরবে উড়োজাহাজটি। আর মিশরের একটি প্রতিষ্ঠান থেকে ভাড়া নেওয়া বিমানের বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজের ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। ইঞ্জিন মেরামত শেষে উড়োজাহাজটি কবে নাগাদ সচল হবে, তা এখনও জানে না বিমান কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে উড়োজাহাজ সংকটে ফ্লাইট সিডিউলের বিপর্যয়ে পড়েছে বিমান।এমনকি যাত্রী কম হলে বাতিল করা হচ্ছে নিয়মিত ফ্লাইটও। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) শাকিল মেরাজ  বলেন, ‘দাম্মামে গ্রাউন্ডেড থাকা উড়োজাহাজটি বহরে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানের ১০ জন প্রকৌশলীকে সৌদি আরবে পাঠানো হয়েছে। তারা বোয়িংটির ইঞ্জিন মেরামতের কাজ করছে। আশা করা যাচ্ছে, আগামী ২২ মার্চের মধ্যে উড়োজাহাজটি সচল করতে সক্ষম হবেন প্রকৌশলীরা। কী কী ক্ষতি হয়েছে, তা প্রতিনিধি দলের সদস্যরা দেশে ফিরে আসার পর জানা যাবে। তবে ক্ষতি যা-ই হোক, সেটি ইন্সুরেন্স থেকে পাবে বিমান কর্তৃপক্ষ।

উল্ল্যেখ্য, বিমানের বহরে রয়েছে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর, চারটি বোয়িং ৭৩৭-৮০০ ইআর, দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ।

/সিএ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
পরপর দুবার কমলো এলপিজির দাম
পরপর দুবার কমলো এলপিজির দাম
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে