X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় শ্রেণির আড়াই হাজার কর্মকর্তা নিয়োগের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ১৮:৫৯আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৯:৫২

পাবলিক সার্ভিস কমিশন, ছবি- সংগৃহীত

বিভিন্ন মন্ত্রণালয়ে ও বিভাগে দ্বিতীয় শ্রেণির নন ক্যাডারের আড়াই হাজার শূন্য পদে নিয়োগ দিচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসপি)।বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও চূড়ান্ত সুপারিশ না পাওয়াদের মধ্য থেকে এ শূন্য পদ পূরণ করা হবে বলে বুধবার অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা গেছে। এ বিষয়ে কমিটি পিএসসিকে তাদের প্রক্রিয়া সহজ করে দ্রুত শূন্যপদ পূরণের পরামর্শ দিয়েছে।

সংসদীয় কমিটির বৈঠকে  রাজনৈতিক বিবেচনা না করে যোগ্যতা, দক্ষতা ও মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম,এ.বি.এম ফজলে করিম চৌধুরী, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং খোরশেদ আরা হক অংশ নেন।

দ্বিতীয় শ্রেণির ননক্যাডার পদে নিয়োগ প্রক্রিয়া এবং সরকারি কর্মচারীদের বিদ্যমান বার্ষিক গোপণীয় প্রতিবেদন (এসিআর) পদ্ধতি সংস্কারের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় বলে সংসদ সচিবালয়ের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বিসিএস থেকে যে সকল প্রার্থী প্রথম শ্রেণির ক্যাডার পদে সুপারিশ পাননি, তাদেরকে পদের শিক্ষাগত যোগ্যতা, মেধা তালিকা এবং বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে সুপারিশ করে।

বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ হতে ২ হাজার ৫শ ৫৫টি দ্বিতীয় শ্রেণির শূন্য পদে চাহিদা পাওয়া গেছে বলে পিএসপির পক্ষ থেকে এ সময় কমিটিকে জানানো হয়। এসব শূন্য পদের নিয়োগের সুপারিশ কার্যক্রম পিএসসি দ্রুত শুরু করবে বলেও জানানো হয়।

জানা গেছে, বিসিএস-এ সুপারিশ না পাওয়া পরীক্ষার্থীদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণি নিয়োগ পেতে আগ্রহ বা অনাগ্রহ জানাতে পিএসপির পক্ষ থেকে রেজিস্ট্রেশনসহ বিভিন্ন প্রক্রিয়ায় মতামত নেওয়ার উদ্যোগের কথা জানানো হয়। এ বিষয়ে কমিটি প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করে দ্রুত নিয়োগের পরামর্শ দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাধীনতার চেতনা পরিপন্থী কর্মকর্তা ব্যতীত রাজনৈতিক বিষয়ে আমলে না নিয়ে যোগ্যতা, দক্ষতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় । 

বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের মোটর ভেহিকেল ম্যানেজমেন্ট বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

/ইএইচএস/এপিএইচ/

আরও পড়ুন: 

বিচারকের স্বাক্ষর জাল করে ১০৬ আসামিকে মুক্তি, পেশকারসহ ৫ জনের কারাদণ্ড

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কালি ও কলম’ সাহিত্য পুরস্কার পেলেন চার তরুণ
‘কালি ও কলম’ সাহিত্য পুরস্কার পেলেন চার তরুণ
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে