X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৭, ১৪:৪৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ০০:৪১

নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সবাইকে বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘শুভ নববর্ষ, সোনালী অধ্যায়, পহেলা বৈশাখ।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময় শনিবার দুপুর পৌনে দুইটার দিকে ব্রিফিং শুরু হয়ে সোয়া দুইটার দিকে শেষ।

দ্বিপক্ষীয় বৈঠকের পর এই যৌথ ব্রিফিংয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার সরকার এবং আপনাদের সরকার (বাংলাদেশ) তিস্তার পানি বন্টন করতে চাই এবং করবো।’ বাংলাদেশ ও ভারত এখন সোনালী অধ্যায় অতিক্রম করছে বলেও উল্লেখ করেন তিনি। পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এসময় উপস্থিত ছিলেন।

মোদি জানান, সামরিক সহযোগিতা হিসেবে বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেওয়া হবে। লাইন অব ক্রেডিট হিসেবে দেওয়া হবে ৪৫০ কোটি ডলার। জ্বালানি ও কানেক্টিভিটির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হবে বলেও জানান তিনি।

মোদি বলেন, ‘শেখ মুজিব ছিলেন ভারতের প্রকৃত বন্ধু। বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী হিন্দিতে অনুদিত হওয়ায় আমরা কৃতজ্ঞ। ’ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে ২০২১ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তথ্যচিত্র নির্মিত হবে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সহযোগিতা করে যাচ্ছেন সেবিষয়ে বাংলাদেশ ও এর জনগণের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে বিদ্যুৎ সংযোগ নিয়ে আলাপ হয়েছে। তিস্তাসহ নদীগুলো নিয়ে আলাপ হয়েছে। আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে দ্বিপাক্ষিক বেশকিছু সমঝোতা করেছি।’ তিনি নরেন্দ্র মোদির প্রতি ভারত ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তার আইডিয়ার জন্যও ধন্যবাদ জানান।

/ইউআই/এফএস/

আরও পড়ুন- 

তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই
পাঁচ বছরের জন্য ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা দেবে 

হাসিনা- মোদি বৈঠকে ৩৬ চুক্তি সই





তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই
তিস্তাচুক্তি: মোদির মুখের কথায় সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে
শেখ হাসিনার সঙ্গে মমতার সাক্ষাৎ
‘ভারতের প্রতিরক্ষা চুক্তি আছে চীনের সঙ্গেও!’
মোদির বক্তৃতায় ইঙ্গিত: তিস্তা চুক্তি ২০১৮ সালেই?

মোদি-হাসিনা বৈঠকে ২২ চুক্তি সই

মোদি-হাসিনা বৈঠক: ২২ চুক্তি ও ৪ সমঝোতা স্মারক সই

বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি




সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই