X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রেজোয়ান হারুনের অবস্থান জানার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৭, ১৯:৫৮আপডেট : ১৬ মে ২০১৭, ২০:৩২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর নিখোঁজ হওয়া রেজোয়ান হারুনের অবস্থান জানতে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা অনুসন্ধান চালাচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (১৬ মে) সচিবালয়ে বিকালে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার কাউন্টার টেররিজম ইউনিটের শীর্ষ কর্মকর্তাসহ ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সিরিয়া ও ইরাকে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত বাংলাদেশি যারা পালিয়ে দেশে ফিরছে, তাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত এমন কেউ দেশে ঢুকতে পেরেছে বলে কোনও তথ্য নেই। একইসঙ্গে তারা যাতে দেশে ঢুকতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।’

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, ‘দেশ  থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব না হলেও দমনে সফল হয়েছে বাংলাদেশ।’

বৈঠকে আলোচনার বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রায়ই এভাবে বৈঠক করি। উভয় দেশের সম্পর্কন্নোয়নে বিভিন্ন ইস্যুতে আলোচনা করি। গত এক বছর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এন্টি টেররিস্ট ইউনিট বাংলাদেশে জঙ্গি দমনে কাজ করছে। জঙ্গি দমনে তাদেরও ভূমিকা রয়েছে। তাদের কাছ থেকে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অনেক অভিজ্ঞতা অর্জন করছে।’

অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। এর আগে ইংল্যান্ড ক্রিকেট টিমও বাংলাদেশে এসেছিল। তাদেরও আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিয়েছে। নিরাপত্তা ইস্যুতে কোনও প্রশ্ন তোলার সুযোগ নেই। যেকোনও মূল্যে সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত  মার্শা এস. বার্নিকাট বলেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক সমস্যা। আমরা প্রায়ই বৈঠক করি। জঙ্গিবাদ মোকাবেলায় কিভাবে একসঙ্গে আরও নিবিড়ভাবে কাজ কারা যায়, তা নিয়ে আলোচনা করেছি।’

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মার্সি এস. বার্নিকাট এবং পুলিশের আইজি এ কে এম শহীদুল হকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/জেইউ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ