X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ঈদের বাসযাত্রা: দ্বিতীয় দিনে ‘দুই ঘণ্টা লেট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৭, ০৪:১৮আপডেট : ২৩ জুন ২০১৭, ০৪:৪৪

ঈদযাত্রায় বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীরা

অপ্রীতিকর ঘটনা ছাড়াই বৃহস্পতিবার ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে বাসযোগে রওনা হতে পেরেছেন ঘরমুখো মানুষ। ঈদ যাত্রার দ্বিতীয় দিনটা তাদের কেটেছে মোটামুটি নির্বিঘ্নেই। অভিযোগ ছিল না টিকিট কালোবাজারির কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের। তবে বাসের সিডিউলে সামান্য এলোমেলো চিত্র লক্ষ্য করা গেছে। ঈদযাত্রার দ্বিতীয় দিনে দেখা গেছে প্রথম দিনের তুলনায় যাত্রীদের ভিড়। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এবং কল্যাণপুর বাস স্ট্যান্ড ঘুরে এই চিত্র লক্ষ্য করা গেছে।এ দিন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যানজটসহ বিভিন্ন কারণে ফিরতি গাড়িগুলো সর্বোচ্চ দু’ঘণ্টা লেট অর্থাৎ দেরি করেছে কাউন্টারে আসতে। তবে পরিবহন সংস্থাগুলো বলছে, এটুকু সময় লাগছে রাস্তা-ঘাটের পরিস্থিতি ভালো না থাকার কারণে। তবে সবমিলিয়ে খুব একটা অসন্তোষ ছিল না যাত্রীদের।

বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীরা

গাবতলী বাস টার্মিনাল এবং কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার ঈদের বিশেষ বাস সার্ভিস শুরু হয় ভোর থেকেই।দেখা যায় যাত্রীরা নির্ধারিত স্থানে বসে বাসের জন্য অপেক্ষা করছেন।একটি প্রতিষ্ঠানে ড্রাইভার এর চাকরি করেন দিনাজপুরের যাত্রী জুয়েল। তিনি হানিফ এন্টারপ্রাইজ এর গাবতলী কাউন্টারের সামনে তার নির্ধারিত বাসের জন্য অপেক্ষা করছেন। জুয়েল জানালেন, ‘তার বাস ছাড়ার কথা ১২ টায়। তবে ঠিক কখন বাসে উঠতে পারবেন এটা নিয়ে সন্দিহান ছিলেন তিনি। তার ১০ টার গাড়ি গাবতলী বাস টার্মিনালে পৌঁছেছে দুই ঘণ্টা পরে। তিনি উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ‘আমার ১০ টার গাড়ি কখন ছাড়বে!’ তবে খোঁজ নিয়ে দেখা গেছে, আর  বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের।

বাসে ওঠার অপেক্ষায় যাত্রীরা  

সরকারি কর্মকর্তা হাবীবুর রহমান নওগাঁর যাত্রী। তিনি জানান, ‘তার সাড়ে ১১ টার বাস ১২ টা বাজে ছাড়বে। তবে এ নিয়ে তার কোনও অভিযোগ নেই। হাবীবুর বলেন, রাস্তা-ঘাটের যে অবস্থা এতটুকু দেরি কোনও সমস্যা না। আমাদের এই পরিস্থিতি মেনে নিতে হবে।’

হানিফ এন্টারপ্রাইজ এর গাবতলী কাউন্টার থেকে সায়েম বাংলা ট্রিবিউনকে জানান, ‘এখন পর্যন্ত আমাদের সব গাড়ি সময়মতো ছেড়ে যাচ্ছে। ঈদের মৌসুমে ২০ -২৫ মিনিট দেরি হতেই পারে, এটা কোন দেরি নয়। তবে মাঝে মধ্যে একটু বেশি দেরি হয়ে যায়, কারণ, বাস ফিরতে সময় লাগছে।’

তবে অবাক বিষয় হচ্ছে, হানিফ এন্টারপ্রাইজ এর গাবতলী কাউন্টারে এখনও টিকিট বিক্রি হচ্ছে আজকের দিনের। অথচ এই কাউন্টার থেকে অগ্রিম টিকেট বিক্রির সময় প্রথম দুই দিনে সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানানো হচ্ছিল। এই প্রশ্নের উত্তরে সায়েম বলেন, মাঝে মাঝে ভুলক্রমে কিছু টিকিট ডাবলিং হয়ে যায়, এই সমস্যা সমাধানের জন্য আমরা কিছু টিকিট আমাদের কাছে রেখে দেই। সেগুলো এখন বিক্রি হচ্ছে এবং তা নির্ধারিত দামেই। 

ঈদে বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় যাত্রীরা

রাসেল নামে অপর এক যাত্রী যাবেন গাইবান্ধা। অনেকক্ষণ যাবত বসে আছেন তিনি। জানালেন এক ভিন্ন গল্প। রাসেল অগ্রিম টিকেট কাটেননি। আজকেই ব্যাগ নিয়ে সরাসরি কাউন্টারে চলে এসেছেন। অপেক্ষা করছেন কখন গাইবান্ধার বাস ছাড়বে। সেই সময় বাসের কন্ট্রাক্টারের সঙ্গে কথা বলে বনেটে (বাসের ইঞ্জিনের ওপরের কভার) বসে যাবেন তিনি।এই গরমে বনেটে যাবেন কষ্ট হবে না এমন প্রশ্নের জবাবে তিনি জানলেন, ‘বাড়ি যাওয়ার আনন্দের কাছে এতটুকু কষ্ট কোনও ব্যাপারই না।’

বড় বড় পরিবহন যেমন হানিফ, শ্যামলী, ডিপজল, এসআর-এর কাউন্টারের সামনে যাত্রীদের জন্য বসার জায়গা করে দেওয়া হয়েছে। সেখানে বসে যাত্রীরা তাদের নির্ধারিত বাসের জন্য অপেক্ষা করছেন। তবে যথারীতি সম্পূর্ণ ভিন্ন চিত্র গাবতলী মূল বাস টার্মিনালে। সেখানে রয়েছে ছোট ছোট পরিবহনের কাউন্টার। এসব পরিবহনের কোনও অগ্রিম টিকেট নেই, নেই কোনও টাইম সিডিউল। যখন যাত্রী আসতেছে, বাস যাত্রীতে পরিপূর্ণ হচ্ছে তখনই বাস ছাড়ছেন। এসব বাসে ভাড়া বেশি রাখার কিছু অভিযোগ পাওয়া গেছে। তবে নির্ধারিত ভাড়া থেকে অল্প কিছু ভাড়া বেশি নিচ্ছেন বলে বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন সূর্যমুখী পরিবহনের কন্ডাক্টর জসিম। তিনি বলেন, ‘ফেরার সময় তো আমাদের খালি আসতে হবে, তাই ২০-৫০ টাকা বেশি নিচ্ছি।’ আবার কেউ কেউ ঈদ বোনাস হিসেবে ৫০ কিংবা ১০০ টাকা বেশি দিচ্ছেন বলে জানান তিনি।

যাত্রীদের নিরাপত্তায় গাবতলীতে পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম

গাবতলী বাস টার্মিনাল এবং কল্যাণপুর বাসস্ট্যান্ডে দেখা গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক। অপ্রীতিকর কোনও ঘটনা লক্ষ্য করা যায়নি। এসব স্থানে নিরাপত্তার জন্য নিয়োজিত আছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। স্থাপন করা হয়েছে অস্থায়ী র‍্যাব ক্যাম্প, পুলিশ কন্ট্রোল রুম, ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম।

গাবতলীতে র‌্যাবের কন্ট্রোল রুম

গাবতলী বাস টার্মিনালে বসানো অস্থায়ী র‍্যাব ক্যাম্পের সার্জেন্ট নুরুন্নবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার এখন পর্যন্ত যাত্রীদের খুব একটা ভিড় নেই, সবাই শান্তভাবে যার যার গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। আর এখনও আমাদের কাছে কোন অভিযোগও আসেনি। তবে আমরা প্রতিটি কাউন্টার ঘুরছি। যাত্রীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি তারা কোনও হয়রানির শিকার হচ্ছেন কিনা। টিকিটের দাম বেশি রাখা হচ্ছে কিনা কিংবা কেউ ভুয়া টিকিট বিক্রি করে মানুষকে প্রতারিত করছে কিনা এসব বিষয়েও আমরা লক্ষ্য রাখছি। এছাড়াও রাতে টার্মিনালের আশেপাশের এলাকায় আমরা টহল দিচ্ছি।’

/এমটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ