X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘আমি ওবায়দুল কাদের বলছি, দলের কেউ কাজে বাধা দিলে জানাবেন, ব্যবস্থা নেবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৮:১৫আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৮:২২

ওবায়দুল কাদের (ফাইল ফটো)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার, আওয়ামী লীগ ও হাইকোর্টের সিদ্ধান্ত হচ্ছে দেশের হাইওয়েতে ব্যাটারিচালিত সিএনজি, অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটি –এসব তিনচাকার যানবাহন চলতে পারবে না। ডিসি ও কমিশনারদের এ সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়নের নির্দেশ দিয়েছি আমি।’

বুধবার (২৬ জুলাই) বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের সপ্তম অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অধিবেশন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্দেশ পেয়ে ডিসিরা আমার কাছে অভিযোগ করেন, ‘রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন তাদের পক্ষে সম্ভব হয় না। তারা আইন অনুযায়ী কাজ করতে পারেন না। এ অভিযোগ পেয়ে আমি তাদের বলেছি, ‘আমি ওবায়দুল কাদের, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলছি, এ সিদ্ধান্ত বাস্তবায়নে যে নেতা আপনাদের বাধার সৃষ্টি করবে, তাৎক্ষণিকভাবে তা আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেবো।’

তিনি আরও বলেন, ‘একইসঙ্গে গাড়ির হুক, বাম্পার ও অ্যাঙ্গেল খুলে ফেলার জন্য জেলা প্রশাসকদের মাধ্যমে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। আমি বলেছি, এজন্য প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করুন। এটাও বলেছি, এসব সিদ্ধান্ত জেলা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন না হলে তা আলোর মুখ দেখবে না।’

সেতুমন্ত্রী বলেন, ‘ডিসিদের আরও একটি বিষয়ে বলেছি, আপনার জেলায় কোনও না কোনও ভিআইপি থাকবে, মন্ত্রী-এমপি থাকবে, সারাক্ষণ তাদের পেছনে পেছনে প্রটোকল দেওয়ার কোনও প্রয়োজন নেই। সারাক্ষণ যদি মন্ত্রী-এমপির পেছনে ছোটেন, তবে জনগণের কথা শুনবেন কখন? আর জনগণের কথা না শুনলে তাদের সেবা দেবেন কিভাবে? মন্ত্রী-এমপিদের পেছনে পেছনে আপনাদের ছোটাছুটির কারণে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। এটি করবেন না। আপনার পক্ষে একজন প্রতিনিধি এ দায়িত্ব পালন করুক, তাতে কোনও সমস্যা নেই।’

এসময় কক্সবাজারের ডিসি মাতামুহুরী নদীতে দুটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। এছাড়া সাতক্ষীরার ডিসি সুন্দরবন অধ্যুষিত এলাকায় সড়ক নির্মাণের দাবি জানান। আমি তাদের বলেছি, চলতি বৃষ্টি মৌসুম শেষ হলেই এ দুটি ব্রিজ ও সড়ক নির্মাণের কাজ শুরু হবে।’

/এসআই/এমএ/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই