X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ব্লগার হত্যাকারীদের গ্রেফতারে এগিয়েছে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
১৬ আগস্ট ২০১৭, ২০:২৫আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২০:৩০

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ব্লগার হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতারে বাংলাদেশ সরকার উন্নতি করতে পেরেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৫ আগস্ট) মার্কিন প্রশাসন কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়।
আন্তর্জাতিক ধর্ম স্বাধীনতার বার্ষিক এই প্রতিবেদন প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এতে বলা হয়, ‘ব্লগার হত্যাকারীদের ধরতে বাংলাদেশ সরকার অনেকদূর এগিয়েছে। তবে অনেক কর্মকর্তাই ব্লগার ও লেখকদের বিরুদ্ধে উসকানিমূলক লেখার অভিযোগ এনেছেন।’
প্রতি বছর মার্কিন পররাষ্ট্র দফতর প্রতিবেদনটি তৈরি করে থাকে। এবার বলা হয়, সংখ্যালঘুদের ওপর হামলাসহ এ ধরনের বেশকিছু ঘটনার দায়ভার স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। ধর্মান্তরিত ও শিয়াদের ওপরও হামলা চালিয়েছে তারা। তাদের দাবি— হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সন্ত্রাসী হামলায় সাম্প্রতিক সময়ে মোট ২৪ জন প্রাণ হারিয়েছেন।

গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে হামলার কথাও উঠে এসেছে প্রতিবেদনে। ওই হামলায় দুই পুলিশসহ ২৪ জন নিহত হন। সেই হামলার দায় স্বীকার করেছিল একটি জঙ্গিগোষ্ঠী। এছাড়া চলতি বছরের ৬ এপ্রিল আল-কায়েদা সংশ্লিষ্ট এক গ্রুপের হামলায় একজন ব্লগার নিহত হন বলেও প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়— হিন্দু ও খ্রিস্টানদের মতো সংখ্যালঘুদের অভিযোগ, সরকার তাদের ঘর ছাড়তে বাধ্য করছে। জমির মালিকানা নিয়ে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। ধর্মীয় সংগঠনগুলোর মতে, নতুন রাস্তা ও ভবন নির্মাণ শুরু হলেই এমন বৈষম্য ও বিরোধের মুখে পড়েন তারা।

পররাষ্ট্র দফতর জানায়, মার্কিন রাষ্ট্রদূত ও অন্যান্য দূতাবাসের প্রতিনিধিরা ধর্মের নামে এমন সন্ত্রাসী হামলার নিন্দা জানায়। একইসঙ্গে দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা।

/এমএইচ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার