X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, যাত্রীর চাপ কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৭, ১১:১৬আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১১:৫০

গাবতলীর বাস কাউন্টারে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি ঈদুল আজহা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকার কাউন্টারগুলো থেকে আজ শুক্রবার (১৮ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে বাসের টিকিট বিক্রি। সকালে টিকিট কেনার জন্য যাত্রীদের খুব একটা ভিড় দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীদের চাপ। তবে সেই চাপও আগের বছরগুলোর তুলনায় অনেক কম বলে জানালেন বাস কাউন্টারের সঙ্গে সংশ্লিষ্টরা।
এ ঈদে বাসের অগ্রিম টিকিটের জন্য যাত্রীর চাপ কম বাস মালিকরা জানান, গাবতলীকেন্দ্রিক বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বাস কোম্পানির টিকিট আগাম বিক্রি করা শুরু করা হয়েছে। অগ্রিম টিকিটের ক্ষেত্রে ৩০ ও ৩১ আগস্টের টিকিটের চাহিদা বেশি বলেই জানান তারা। বাকি দিনগুলোর অগ্রিম টিকিটের জন্য যাত্রীদের তেমন চাহিদা নেই বলেও জানান তারা।

যাত্রীরা সহজেই বাসের অগ্রিম টিকিট পাচ্ছেন হানিফ এন্টারপ্রাইজের গাবতলী বাস কাউন্টার মাস্টার সঞ্জিত কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার অন্যবারের মতো চাপ নেই।’ চাপ না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘অামরা হানিফ বাসের ৩০ ও ৩১ অাগস্ট এবং ১ সেপ্টেম্বরের টিকিট অনলাইনে দিয়ে দিয়েছি। বাকি ২৯ তারিখ পর্যন্ত টিকিট কাউন্টারে এসেই কাটতে হবে। ফলে চাপ একটু কম।’ সকাল থেকে মাত্র দেড়শ টিকিট বিক্রি হয়েছে বলে জানান তিনি।

হানিফ কাউন্টারে বিক্রি শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট অগ্রিম টিকিটের জন্য হাজির হওয়া যাত্রীরা বলছেন, আজ (শুক্রবার) ছুটির দিন টিকিট বিক্রি শুরু হওয়াতে তাদের জন্য খানিকটা সুবিধা হয়েছে। কর্মদিবস হলে তারা আসতে পারতেন না। তবে অন্যবারের মতো টিকিটি পেতে ঝামেলা হচ্ছে না বলেও জানান তারা। তবে ৩০ ও ৩১ আগস্টের টিকিট পেতে একটু ঝামেলা হচ্ছে বলে অভিযোগ তাদের।

এদিকে, বাস শ্রমিক-কর্মচারীরা আশঙ্কা জানিয়ে বলেন, বন্যা-বৃষ্টির কারণে সড়কের অবস্থা এবার খুবই খারাপ। এসব কারণে এবার ঈদযাত্রায় রাস্তায় দীর্ঘ সময় লেগে যাবে। এখনই স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ সময় লাগছে। ঈদ ঘনিয়ে এলে ভোগান্তি আরও বাড়বে বলে জানান তারা।

আরও পড়ুন-

বাংলাদেশ উচ্চতর প্রবৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে: পিডব্লিউসি

/আরএআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে