X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সমস্যার দ্বিপক্ষীয় সমাধান চায় চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ২১:৫৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২২:১৯

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক চীন চাচ্ছে রোহিঙ্গা সমস্যা দ্বিপক্ষীয়ভাবে সমাধান হোক। তাদের এই প্রস্তাবের বিপরীতে মিয়ানমার বিশ্বাসযোগ্য প্রতিবেশী নয়, এমন ঈঙ্গিত দিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৫ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত সান গোসিয়াং এর সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। এর আগেও উনি (সান গোসিয়াং ) ছয় মাস আগে এসেছিলেন। আমি বলেছি, ছয় মাস আগে আপনি যখন এসেছিলেন, তখন চার লাখ (রোহিঙ্গা) ছিল, এখন এক মিলিয়ন হয়েছে। এটি হলো বাস্তবতা।’
পররাষ্ট্র সচিব বলেন, ‘তিনি (চীনের দূত) বলেছেন যে, তাদের (মিয়ানমার) ফিরিয়ে নেবার যে ইনটেনশন, যে কমিটমেন্ট সেটি আগের থেকে স্ট্রংগার। আমরা বলেছি, সেটি যখন ঘটবে তখন দেখবো।’
চীন দ্বিপক্ষীয়ভাবে সমস্যার সমাধান চায় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা চাচ্ছে এটি দ্বিপাক্ষিকভাবে সমাধান হোক।’

বাংলাদেশ নিরাপত্তা পরিষদে চীনের সমর্থন চেয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘যে যে জায়গায় সমর্থন চাওয়ার দরকার সব জায়গায় সমর্থন চেয়েছি।’

তিনি বলেন, ‘আমরা কিছু ইতিবাচক চিহ্ন দেখছি, ওনারাও দেখছেন। উনি মিয়ানমারে ফেরত যাবেন এবং আমাদের অবস্থান ব্যাখ্যা করবেন।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের কোনও গণ্ডগোল নেই। আমাদের মধ্যে একটাই সমস্যা এবং সেটি হলো মিয়ানমার ন্যাশনাল যারা এসেছে, তাদের ফেরত নিতে হবে। প্রকৃতপক্ষে এক পয়েন্ট এজেন্ডা।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমি বলেছি, এটি আমাদের ওপর বিরাট বোঝা। মানবিক কারণে আমাদের প্রধানমন্ত্রী তাদের থাকতে দিয়েছেন। কিন্তু এটি দীর্ঘায়িত হতে পারে না।’

এ বিষয়ে চীনের অবস্থান কী জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘চীন বলেছে- মিয়ানমারও তাদের বন্ধু। বাংলাদেশও তাদের বন্ধু। দুই বন্ধুর সঙ্গে কাজ করে তারা শান্তিপূর্ণ সমাধান করতে চায়।’

চীন আান্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আছে কিনা প্রশ্নে পররাষ্ট্র সচিবের জবাব,‘এটি তো আমি বলতে পারবো না।’

চীন এ সমঝোতা করবে কিনা এই প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, আমার মনে হয় মধ্যস্থতা করার প্রশ্ন এখানে আসেনি। তারা চাচ্ছে- শান্তিপূর্ণভাবে এটি সমাধান হয়ে যাক এবং আমরাও তো মিয়ানমারের সঙ্গে কথা বলছি ।’

প্রশ্ন ছিল- চীন  নতুন কোনও বার্তা দিয়েছে?

উত্তরে এম শহীদুল হক বলেন,  ‘তারা উদ্বিগ্ন। এই ঘটনা এই এলাকার জন্য, এশিয়ার জন্য ভালো না, এটি বোঝা যাচ্ছে। তা না হলে উনি এভাবে সফর করতেন না।’

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে