X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আজ ঢাকায় শুরু হচ্ছে সিপিএ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ০১:৩৭আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ০১:৩৮



সিপিসি আজ বুধবার (১ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) আট দিন ব্যাপী এই সম্মেলনে ৫২টি দেশের ১৮০টি জাতীয় ও প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য, অন্যান্য প্রতিনিধিসহ সাড়ে পাঁচশ’র মতো প্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে ৫৬ জন স্পিকার ও ২৩ জন ডেপুটি স্পিকার থাকবেন। বাংলাদেশের পক্ষে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি সম্মেলনে নেতৃত্ব দেবেন।
এবারের সিপিএ সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কন্টিনিউইং টু এনহান্স দ্য হাই স্ট্যান্ডার্ড অব পারফরমেন্স অব পার্লামেন্টারিয়ান্স।’
বুধবার (১ অক্টোবর) থেকে সম্মেলন শুরু হলেও ৫ নভেম্বর উদ্বোধনের মধ্যদিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। এর আগে অনুষ্ঠানের শুরুর দিন বুধবার সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা বাংলাদেশে আসা শুরু করবেন। এরপর ২, ৩ ও ৪ নভেম্বর হোটেল রেডিসনে সিপিএ‘র বিভিন্ন অঞ্চল, কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ান্স, স্মল ব্র্যাঞ্চস’ নির্বাহী কমিটিসহ বিভিন্ন কমিটির অভ্যন্তরীণ বৈঠক বসবে।
৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন হবে। এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিপিএ’র ভাইস প্যাট্রন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানটি ঝাঁকজমকপূর্ণ করতে প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।
উদ্বোধনের পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের সাধারণ সভা, বিভিন্ন গ্রুপের মিটিং ও আটটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। ঢাকায় অনুষ্ঠেয় এই সম্মেলনেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পার্লামেন্টারি ফোরামের নতুন চেয়ারপারসন নির্বাচন অনুষ্ঠান হবে। বর্তমানে এর দায়িত্বে রয়েছেন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এই সম্মেলনের মধ্য দিয়ে শিরীন শারমিন চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে। এজন্য আন্তর্জাতিক এই সংগঠনটির নতুন চেয়ারপারসনও নির্বাচন করা হবে এই সম্মেলন থেকে।
এদিকে ৫ নভেম্বর চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের এমপিদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
সিপিএ’র ৬২তম সম্মেলন ঢাকায় গত বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলার কারণে তা অনুষ্ঠিত হয়নি। ওই বছরের আগস্ট মাসেই সম্মেলন ঢাকায় না করার সিদ্ধান্তের কথা জানায় সিপিএ সদর দফতর।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৭৩ সালে এই সংগঠনের সদস্য পদ লাভ করে।
আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটিশ আইল্যান্ড ও মেডিটেরিয়ান, কানাডা, ক্যারিবিয়ান আমেরিকা ও আটলান্টিক, ভারত, প্যাসিফিক ও দক্ষিণ পূর্ব এশিয়া এই আটটি অঞ্চল নিয়ে সিপিএ গঠিত।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ