X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঘরে বসে মানুষ খুন হচ্ছে: সংসদে বিরোধী দলীয় নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ২১:৪১আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২২:০৭

সংসদে রওশন এরশাদ (ফাইল ফটো) মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘ঘরে বসে মানুষ খুন হচ্ছে, নিখোঁজ হচ্ছে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের।’ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সংসদের ১৮তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হচ্ছে। এগুলো বানানো কথা নয়, খবরের কাগজে আছে। অনিরুদ্ধ নিখোঁজ হলো। নিখোঁজ হয়ে কোথায় গেল, কে নিয়ে গেল? আমরা জানতে পারিনি। ঘরে বসে মানুষ খুন হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার। সেটা কিভাবে করা যায়, তা নিয়ে ভাবতে হবে।’
বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘ঢাকাকে তিলোত্তমা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু ঢাকা এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। কার্তিক মাসে যে বৃষ্টি হলো, তাতে সারাদেশের তলিয়ে যাওয়ার অবস্থা। সারাদেশেই জলাবদ্ধতা। ৫৪টা খাল ছিল ওয়াসার আওতায়, এখন ৮-১০টিরও অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। খালগুলো নেই। ৩০ বছর আগে আমরা ছিলাম। দায় কিন্তু ইমেডিয়েট পাস্ট সরকারের।’
রওশন এরশাদ আরও বলেন, ‘সারাদেশে প্রতিটি নদী-খাল নষ্ট হয়ে গেছে। প্রতিটি শহরে সমস্যা। সরকারকেই এগুলোর সমাধানে উদ্যোগ নিতে হবে। কারা দখল করছে, খাল ভরাট করছে? প্রভাবশালীরা। কারা প্রভাবশালী, বুঝে নেন। দেশটাকে বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। বর্জ্য দিয়ে সব নদী ভরে গেছে। সব নদীর পানি দূষিত। নদী থেকে অপরিকল্পিতভাবে বালু আর পাথর তোলা হচ্ছে। এতে ভূমিধস হবে। অনেক বেশি ক্ষতি হয়ে যাবে।’
রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে সমস্যা আছে। শুনলাম সমাধান হচ্ছে। হলে কী হবে, মিয়ানমার বলতে পারে বাংলাদেশের বাসিন্দা আমরা নেবো না। এগুলো নিয়ে ভাবতে হবে।’
সংসদ সদস্যদের প্লট দেওয়ার দাবি তুলে বিরোধী দলীয় নেতা বলেন, ‘নতুন এমপি যারা হয়েছেন, তারা প্লটের আবদার করেন। তাদের প্লট দেওয়া গেলে তাদের মনটা ভালো হয়ে যাবে।’

/ইএইচএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি
১০ বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা