X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিসিএস শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৭, ১৪:০৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৪:২৩

নো বিসিএস নো ক্যাডার, ফাইল ছবি জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্তির প্রতিবাদে দু’দিনের জন্য কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষকরা। দাবি না মানলে তিন দিনের কর্মবিরতির কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

‘নো বিসিএস, নো ক্যাডার’- এই দাবিতে রবিবার (২৬ নভেম্বর) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। দুই দিনের এ কর্মসূচি শেষ হবে আগামীকাল সোমবার।

আন্দোলনকারীরা জানান, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েই ক্যাডারভুক্ত হয়েছেন তারা।  আর কলেজ জাতীয়করণ করা হলেই শিক্ষকরা বিসিএস না দিয়েই ক্যাডারের মর্যাদা পান। জাতীয়করণ করা কলেজের  শিক্ষকদের ক্যাডারের মর্যাদা দেওয়ায় প্রথম থেকেই ক্ষুব্ধ বিসিএস শিক্ষকরা। তাদের দাবি, ওইসব শিক্ষককে  নন-ক্যাডারই রাখতে হবে।এবার সেই দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

প্রসঙ্গত, গত এপ্রিলে ২৮৩টি কলেজ জাতীয়করণ করা হয়েছে। আর ১৯৭৮ সালের পর থেকে বিভিন্ন সময় কলেজ জাতীয়করণ করা হয়েছে। তখন থেকেই এসব কলেজের শিক্ষকরা ক্যাডারের মর্যাদা পাচ্ছেন। 

বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ্ খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে বর্তমানে ১৫ হাজারের বেশি ক্যাডারভুক্ত শিক্ষক রয়েছেন। এবার ২৮৩ কলেজ জাতীয়করণ হওয়ার পরে আরও  প্রায় ১৮ হাজার শিক্ষক ক্যাডারভুক্ত হবেন। এর আগেও এভাবেই কলেজ জাতীয়করণের পর শিক্ষকরা ক্যাডারের মর্যাদা পেয়েছেন। আমরা প্রতিবাদ করলেও কোনও লাভ হয়নি। তবে এবার আন্দোলনটা জোরালো হবে।‘

তিনি আরও বলেন, ‘কলেজ জাতীয়করণ হোক তাতে আমাদের কোনও সমস্যা নেই। বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা আমাদের মতো দিলেও আপত্তি নেই। আমাদের দাবি, ওইসব শিক্ষককে নন-ক্যাডার মর্যাদায় রাখতে হবে, তাদের  বদলি করা যাবে না এবং পদোন্নতির পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে।'

দাবি মেনে নেওয়া না হলে জানুয়ারির ৬,৭ ও ৮ তারিখে  তারা কর্মবিরতিতে থাকবেন। এর মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি  দেবেন বলে জানান তিনি।

আর জাতীয়করণ করা শিক্ষকদের দাবি, আগের নিয়মেই ক্যাডার মর্যাদা দিতে হবে। অন্যথায় আইনের আশ্রয় নেবেন তারা।

এ বিষয়ে জাতীয়করণ করা কলেজ শিক্ষক সমিতির সভাপতি জহুরুল ইসলাম বলেন, ‘১৯৭৮ সাল থেকে কলেজ জাতীয়করণ হচ্ছে। এতদিন ক্যাডার হিসেবেই নিয়োগ পেয়ে আসছে সবাই। এখন যদি নিয়মের ব্যতয় ঘটানো হয় তাহলে আমরা আইনের আশ্রয় নেবো।'

 

/আরএআর/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ