X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি নির্বাচন: প্রার্থী বাছাইয়ে আবেগকে প্রাধান্য না দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী

শফিকুল ইসলাম
০৭ ডিসেম্বর ২০১৭, ২২:২৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৯

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয় (ছবি: বাসস)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে প্রার্থী বাছাইয়ে আবেগকে প্রাধান্য না দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হলে তাকে অবশ্যই জনগণের কাছ থেকে ভোট পাওয়ার মতো যোগ্য হতে হবে। প্রার্থীকে অবশ্যই ক্লিন ইমেজের হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের হতে হবে। এ নির্বাচন রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। এখানে আবেগের কোনও সুযোগ নাই।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের এক পর্যায়ে আলোচ্য সূচির বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের মার্চ-এপ্রিলে হতে পারে- এমন গুজব সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এরই সূত্র ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রার্থী বাছাইয়ে আবেগকে প্রাধান্য দেওয়া যাবে না। এ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হলে তাকে অবশ্যই জনগণের কাছ থেকে ভোট পাওয়ার মতো যোগ্য হতে হবে। প্রার্থীকে অবশ্যই ক্লিন ইমেজের হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের হতে হবে। এ নির্বাচন রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। এখানে আবেগের কোনও সুযোগ নাই। ’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করেছি। অবশ্যই জনগণ এর মূল্যায়ন করবে। সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা সেই নির্বাচনে বিজয়ী হবো।’

একাদশ জাতীয় সংসদের আগাম নির্বাচন সম্পর্কে আলোচনা উঠলে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘কেনও আগাম নির্বাচন দেবো? কী কারণে আগাম নির্বাচনের আলোচনা আসে?’ সূত্র জানায়, বৈঠকে উপস্থিত সদস্যরা সবাই চুপ ছিলেন। প্রধানমন্ত্রী আরও  বলেন, ‘নির্বাচন যথা নিয়মে সঠিক সময়েই হবে।’

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তার মৃত্যুর কারণে ১ ডিসেম্বর থেকে ডিএনসিসি’র মেয়রের পদটি শূন্য হয়। ৪ ডিসেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী আসন শুন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ। 

আরও পড়ুন: 

নাকে খত দিয়ে নির্বাচনে আসবে বিএনপি: প্রধানমন্ত্রী

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?