X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শিখিয়েছেন, কথা কম কাজ বেশি: তারানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১৩:৫৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৫:৫৪

নতুন দায়িত্ব নেওয়ার পর তারানা হালিমকে স্বাগত জানানো হয়, ছবি-ফোকাস বাংলা তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে গিয়ে তারানা হালিম বলেছেন, ‘নতুন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর তথ্যমন্ত্রী আমার যে প্রশংসা করেছেন আমি তার উপযুক্ত কিনা সেটা জানি না। তবে নতুন জায়গায় আমার কাজে ধারাবাহিকতা থাকবে। আমাদের সময় কম, চ্যালেঞ্জ বেশি। ভালো কাজ করার জন্য যেখানে প্রধানমন্ত্রী দায়িত্ব দেবেন সেখানেই সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবো। কথা কম বলে কাজ বেশি করবো। দ্রুততার সঙ্গে কাজ করবো। দুর্নীতির সঙ্গে আপস ও সমঝোতা করতে পারবো না। এটা প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন।’

রবিবার সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা পৌনে ১১টার দিকে তিনি তথ্য মন্ত্রণালয়ে আসেন। সেখানে প্রথমেই তিনি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে যেসব কাজ করেছেন তার ফসল আগামী এপ্রিলে মাসে পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন তারানা হালিম। তিনি বলেছেন, ‘ওই (ডাক ও টেলিযোগাযোগ) মন্ত্রণালয়ে যেসব কাজ করেছি তার ফসল তোলার মাস আগামী এপ্রিল। তখন বুঝবেন আমি সেখানে কী কী কাজ করেছি। তবে আমি মনে করি, সৎ থেকে এবং দক্ষতা ও যোগ্যতার সঙ্গে কাজ করাটাই স্বাভাবিক।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহার।

মন্ত্রণালয়ে তারানা হালিম ও হাসানুল হক ইনু

তারানা হালিম এসময় আরও বলেন, ‘আগের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ সারপ্রাইজ হিসেবে নিজের কাছেই রেখেছিলাম। সম্ভবত আগামী ২৭ ফেব্রুয়ারি স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। বাকিটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের ওপর।’

তিনি আরও বলেন, ‘টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ৬০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছিলাম, যা একনেকে অনুমোদনও হয়েছিল। কিন্তু নানা কারণে অর্থমন্ত্রী বরাদ্দ দিচ্ছিলেন না। এটা নিয়ে অনেকদিন দেনদরবারও করেছি। আমি একাধিকবার মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। সব শেষে এই রদবদলের সাত-আটদিন আগে অর্থ মন্ত্রণালয় এ টাকা বরাদ্দ করেছে। এখন টাকা ছাড় হলে মেশিন কিনে ইন্সটল করলেই নেটওয়ার্ক সম্প্রসারণ সম্পন্ন হবে।’

নতুন এই তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘টেলিফোন শিল্প সংস্থা (টেসিস) গত ২৭ বছর ধরে লোকসানে ছিল। সেটাকে আমি দায়িত্ব নেওয়ার পর লাভজনক করেছি। তবে ওই মন্ত্রণালয়ের সব সাফল্য আমার নয়। আমি প্রধানমন্ত্রীর নির্দেশ মতো একজন কর্মী হিসেবে কাজ করেছি। তাই এই সাফল্য সবার। এটি আওয়ামী লীগের ও সরকারের সাফল্য।’

তারানা হালিম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হবে, মানুষ যেন বলে আওয়ামী লীগ সরকার যা বলে তা সঠিক সময় নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে। মেধা দিয়ে পরিশ্রম করে কাজ করবো। তথ্যমন্ত্রীর সঙ্গে এক পরিবার হয়ে কাজ করবো। পরিবারে যদি কোনও দুর্নীতিগ্রস্ত থাকে তবে তাকে মেনে নেব না।’

তিনি আরও বলেন, ‘আমার দরজা সব সময় খোলা। আমি প্রটোকলে বিশ্বাস করি না। সেটা আমার ভালো লাগে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। তবে অন্য মন্ত্রণালয় সম্পর্কে আমাকে কোনও প্রশ্ন করবেন না। যা আমার এখতিয়ার বহির্ভূত ও অশোভন। আমাকে দিয়ে এখতিয়ার বহির্ভূত ও অশোভন কাজ করাবেন না। একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয় থেকে অন্য একটি মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছে। আমি সেখানেই কাজ করবো। চ্যালেঞ্জ গ্রহণ করা শিখেছি প্রধানমন্ত্রীর কাছ থেকে। অসততা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি, আগামীতেও করবো। শোভনতার মাত্রা অতিক্রম করবো না। আমি প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল রাখতে চাই। যেটা আগেও করেছি, এখনও করবো। কাজে সফল হলে প্রশংসা করবেন, ব্যর্থ হলে আঙুল তুলে দেখিয়ে দেবেন।’

আরও পড়ুন- এভাবে সরিয়ে দেওয়া, মানুষ হিসেবে আমার লাগে: তারানা

/এসআই/এসএনএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!