X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কৃষি জমি বাঁচিয়ে কারখানা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৮, ১২:১৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১২:৫৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বাংলাদেশে কৃষি জমি বাঁচিয়ে বিভিন্ন এলাকায় কলকারখানা গড়ে তুলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস সামিট-২০১৮’ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এ সামিটের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশে যেসব বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি সেখানে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। ফলে আমাদের দেশেও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের মিরেরসরাইয়ে বেপজার এক হাজার ১৫০ একর জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেছি আজ। তাছাড়া যারা যেখানে অর্থনৈতিক অঞ্চল করতে জমি চাচ্ছেন, আমরা জমি দিয়ে দিচ্ছি। মিরেরসরাইয়ের ওই অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম বন্দরের কাছে হওয়ায় পণ্য রফতানিতে বিশেষ সুবিধা পাবেন ব্যবসায়ীরা। তাছাড়া ঢাকার সঙ্গেও যোগাযোগ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশে বিনিয়োগকারীরা বিশ্বের মধ্যে সস্তায় দক্ষ জনবল পাচ্ছেন। বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি জন্য আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। যার মধ্যে- ঢাকায় মেট্রোরেল, পদ্মা সেতু ইত্যাদি অন্যতম। এসব প্রকল্প সারাদেশে অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।’

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় দেশে বিদ্যুতের জন্য হাহাকার ছিল। ইতোমধ্যে আমরা ১৬ হাজার ৪৫ মেগাওয়াট  বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। দেশে ৪৫ লাখ সোলার প্যানেল উৎপাদন হচ্ছে। এছাড়া ভারত থেকে ৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছি। আর ভারত ও নেপাল থেকে আরও দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এখন সোলার প্যানেলসহ ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। যেহেতু বিভিন্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল করছি তাই বিদ্যুতের চাহিদাও বাড়বে। এসব বিষয় মাথায় রেখেই আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘নতুন নতুন পণ্য রফতানির জন্য বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে। তাছাড়া কোন দেশে কোন পণ্যের চাহিদা আছে তার খোঁজ খবর নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নেপাল-ভারত-ভুটান-বাংলাদেশের মধ্যে রফতানি ও আমদানি বাড়াতে  চুক্তি করেছি। এসব দেশগুলোকে আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহরের অনুমোদন দিয়েছি। তাছাড়া চার দেশ মিলেও বিশেষ অর্থনৈতিক সড়ক করছি। ফলে পণ্য আমদানি-রফতানিতে সব দেশই সুবিধা পারে। এছাড়া বাংলাদেশ এশিয়ার রেলওয়েতে যুক্ত হচ্ছে। ফলে সব মিলিয়ে বাংলাদেশ বিনিয়োগের উপযুক্ত স্থানে পরিণত হচ্ছে।’

আরও পড়ুন:
১০ কারণে ভ্যাট আইন সংশোধনে নতুন প্রকল্প

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ