X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ডিএসসিসিতে হবে লিফটসহ সাত ওভারব্রিজ

শাহেদ শফিক
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৫

ডিএসসিসি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে লিফটসহ সাতটি ফুটওভার ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মূলত সিঁড়ি ব্যবহারে অনীহা ও প্রতিবন্ধীদের কথা বিবেচনা করে এ উদ্যোগ নিতে যাচ্ছে সংস্থাটি।
জানা গেছে, করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই ফুটওভার ব্রিজগুলো নির্মাণ করা হবে। স্টিলের তৈরি ব্রিজগুলোতে ছাউনিসহ ২-৩টি আধুনিক লিফট যুক্ত করা হবে। লিফটের পাশাপাশি ব্রিজগুলোতে সাধারণ সিঁড়িও থাকবে। এছাড়া ব্রিজগুলো ফুলগাছসহ নানা উপকরণ দিয়ে সাজানো হবে।
ডিএসসিসির সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দক্ষিণ পাশের সড়ক সংলগ্ন চাঁনখারপুল, নয়াবাজারের সিরাজদ্দৌলা পার্ক ও নয়াবাজার মার্কেটের মধ্যবর্তী সড়ক, শাঁখারী বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন ত্রিমুখী সড়ক, কুতুবখালীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে, ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা-কাজলা সংলগ্ন সড়ক, মৎস্য ভবন মোড় এবং মগবাজার হলি ফ্যামিলি হাসপাতাল এলাকায় এসব ওভারব্রিজ নির্মাণ করা হবে। এর মধ্যে চাঁনখারপুল, নয়াবাজার ও ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন ত্রিমুখী সড়কের ফুটওভার ব্রিজের নকশা চূড়ান্ত করা হয়েছে। সবগুলোতে খরচ হবে ২৩-২৫ কোটি টাকা।
প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রাজিব খাদেম বাংলা ট্রিবিউনকে বলেন,‘এখন পর্যন্ত তিনটির নকশা তৈরি করা হলেও তা চূড়ান্ত হয়নি। সাধারণ সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজে পথচারীদের অনীহার কারণেই নতুন ফুটওভার ব্রিজে লিফট যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্মাণের পরবর্তী তিন বছর এসব লিফট রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকবে। এ জন্য সিটি করপোরেশনের কাছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জামানত রাখতে হবে। তিন বছর পর সিটি করপোরেশন পুরো দায়িত্ব বুঝে পেলে তা রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য জনবল নিয়োগ দেওয়া হবে।’
ডিএসসিসির ওই প্রকৌশলী বলেন, ‘আমাদের দেশের মানুষ সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চান না। তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। তাছাড়া প্রতিবন্ধীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে পারেন না। সে জন্য নতুন ফুটওভার ব্রিজগুলোতে লিফট যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রকল্প সূত্রে জানা গেছে, চানখাঁরপুল (২২ মিটার) ও নয়াবাজার (২৬ মিটার) ফুটওভার ব্রিজে ২টি সিঁড়ি ও ২টি লিফট, ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন ত্রিমুখী সড়কের (৪২ মিটার) ব্রিজে ২টি সিঁড়ি ও ৩টি লিফট, কুতুবখালীর ব্রিজে (৬০ মিটার) ৪টি সিঁড়ি ও ২টি লিফট, ডেমরা-কাজলা সংলগ্ন সড়ক ফুটওভার ব্রিজে (৬০ মিটার) ৪টি সিঁড়ি ও ৩টি লিফট,মৎস্য ভবন ইন্টারসেকশনের ব্রিজে (৬০ মিটার) ৩টি সিঁড়ি ও ৩টি লিফট এবং হলি ফ্যামিলি হাসপাতাল এলাকার ব্রিজে ২টি সিঁড়ি ও ২টি লিফট যুক্ত করা হবে। সব ব্রিজ স্টিল দিয়ে তৈরি করা হবে।
প্রসঙ্গত, এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর বনানী ও বিমানবন্দর এলাকায় লিফটসহ দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে। তবে কয়েক মাসের মধ্যেই লিফটগুলো বিকল হয়ে যায়। এ অবস্থায় ফুটওভার ব্রিজে লিফট যুক্ত করা হলেও সেগুলো কতটুকু সচল রাখা বা রক্ষণাবেক্ষণ করা যাবে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন নগরবাসী।

/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ