X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ১৬:৩৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৭:৫৬

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি মিয়ানমারকে চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছি।’ জাতিসংঘের সাধারণ অধিবেষণে যোগদান শেষে বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সেখানে জাতিসংঘসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছি। রোহিঙ্গাদের নিয়ে আলোচনা হয়েছে। তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার বিষয়ে কথা হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য বাসযোগ্য পরিবেশ সৃষ্টির কথা বলেছি।’ তিনি বলেন, `গত ২৪ সেপ্টম্বর আমি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ গ্রহণ করি। জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও বেশ কয়েকটি রাষ্ট্রের সরকার প্রধনগণ এই অনুষ্ঠানে যোগ দান করেন। তারা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেন। আমি রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি সুপারিশ তুলে ধরি। তার মধ্যে রয়েছে- মিয়ানমারকে রোহিঙ্গা নিপিড়নের প্রথাগুলো বাতিল করতে হবে। রোহিঙ্গাদের জন্য আস্থার জায়গা তৈরি করতে হবে, তাদের অধিকার ও নাগরিকত্ব লাভের উপায় নিশ্চিত করতে হবে;  নাগরিকের সহযোগিতার জন্য মিয়ানমারে একটি নিরাপদ অঞ্চল তৈরি করতে হবে ও  তাদের বিরুদ্ধে নৃশংসতার জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সেখানে আমি বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেছি। বাংলাদেশ যে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তা তুলে ধরেছি। নারীর ক্ষমতায়ন নিয়ে কথা হয়েছে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে যে এগিয়ে গেছে সে বিষয়ে কথা বলেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ওআইসির নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের পাশে থাকার জন্য তাদের আমি বলেছি। তারা রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’

গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর ১ অক্টোর দেশে ফেরেন তিনি।

সংবাদ সম্মেলনের আরও খবর: 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

আমার ফেসবুক নেই: শেখ হাসিনা

সব দলই নির্বাচনে আসবে: প্রধানমন্ত্রী

সাম্প্রদায়িক আচরণকারীরা বিকৃতমনা

জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই: শেখ হাসিনা 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ