X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ ভাষায় প্রকাশিত হলো ‘অসমাপ্ত আত্মজীবনী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ১৫:৪৯আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৫:৫১

গণভবনে মোড়ক উন্মোচন অনুষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ স্প্যানিশ ভাষায় প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার গণভবনে স্পেনের রাষ্ট্রদূত ড. আলভারো ডি সালাস্ গিমেনেজ ডি আজকারাতের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বইটি স্প্যানিশ ভাষায় অনূদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আব্বা বলতেন, স্প্যানিশ ভাষা সব থেকে মিষ্টি ভাষা।’ তিনি বইটি অনুবাদের জন্য বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত, দেশটির সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী বইটি স্প্যানিশ ভাষায় অনূদিত হওয়া আমাদের জন্য গৌরবের এবং খুবই আনন্দের। বইটি পড়ে বঙ্গবন্ধুর জীবন ও এই উপমহাদেশের রাজনীতি সম্পর্কে জানা যাবে।’ এছাড়া বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইটিও স্প্যানিশ ভাষায় অনুবাদ হওয়া উচিত বলে মতামত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্পেনের রাষ্ট্রদূত ড. আলভারো ডি সালাস্ গিমেনেজ ডি আজকারাতে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশ দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা। এই বই প্রকাশের ফলে বিশ্বের প্রায় ৪৩ কেটি ৭০ লাখ স্প্যানিশ ভাষাভাষী জনগোষ্ঠী বঙ্গবন্ধুর গৌরবময় জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবেন। সুবিধাবঞ্চিত, নির্যাতিত মানুষের জন্য বঙ্গবন্ধুর আপসহীন সংগ্রাম ও আত্মত্যাগ এবং তার গৌরবময় জীবন স্প্যানিশ ভাষাভাষী মানুষ জানতে পারবেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তান গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ওপর ভিত্তি করে সম্প্রতি প্রকাশিত বইটির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘পৃথিবীর কোনও নেতার বিরুদ্ধে রিপোর্ট করলে সেটা প্রকাশিত হয় না। জাতি যাতে বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা ও আদর্শ ধারণ করতে পারে সে লক্ষ্যে এ বইটি প্রকাশ হয়েছে। এই বই থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস জানা যাবে।’
২০১২ সালের ১৮ জুন অসমাপ্ত আত্মজীবনীর মূল বাংলা ভার্সন প্রকাশিত হয়। এ পর্যন্ত বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, জাপানি, ফরাসি, উর্দু, আরবি ও স্প্যানিশসহ ১০ ভাষায় প্রকাশিত হয়েছে। এছাড়া রুশসহ বেশ কয়েকটি ভাষায় অনুবাদের কাজ চলছে।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!