X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বি চৌধুরীর পরামর্শেই খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৮:৫৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৯:২৪

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বি. চৌধুরীর পরামর্শেই খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘বি. চৌধুরী জিয়াউর রহমানের খুব আস্থাভাজন ছিলেন, বিশ্বাস করতেন; ওনার পরামর্শকে গুরুত্ব দিয়েছেন। তার সঙ্গে পরামর্শ করেই সেই সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আব্দুল আলীমকে মন্ত্রী করা হয়েছিল, সেই সময় বি. চৌধুরী সাহেব তো পদত্যাগ করেননি।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ঐক্যে বিভক্তি’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এ আয়োজন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘১৯৯৮ সালে দলের (বিএনপির) সেকেন্ডম্যান ছিলেন বি. চৌধুরী সাহেব। সে সময় চারদলীয় জোটে যখন জামায়াতকে নেওয়া হয়, সে সময় কিন্তু তিনি কোনও বিরোধ করেননি। এমনকি একসঙ্গে নির্বাচন করেছিলেন। তিনি রাষ্ট্রপতিও হয়েছিলেন তাদের সবার ভোটের মাধ্যমেই। এত বছর একসঙ্গে ছিলেন, এই মুহূর্তে এসে কেন এমন করছেন। ওনার পরামর্শেই খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়েছেন।’

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘ওনারা বিএনপির কাছে ১৫০ আসন চেয়েছে। কী কারণে চেয়েছে আমরা তা জানি না।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে শ্যামল দত্তসহ অংশ নিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।

আরও পড়ুন: 

ঐক্যের ফাটলের মধ্যেও ইতিবাচক দিক আছে: শ্যামল দত্ত

বিএনপির ৮০ ভাগ লোক জামায়াতের হাত থেকে মুক্তি চায়: মাহী বি চৌধুরী

/এসও/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা
জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা
টেকনাফ সীমান্তে যুদ্ধ পরিস্থিতির অবনতি হতে পারে
সংসদীয় কমিটিতে প্রতিবেদনটেকনাফ সীমান্তে যুদ্ধ পরিস্থিতির অবনতি হতে পারে
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে