X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৪:৪৫আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৫:২২

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার হচ্ছে। বিএসএমএমইউ -এর উপাচার্য ডা. কনককান্তি বড়ুয়া সোমবার (৪ মার্চ) দুপুর আড়াইটার পর সংবাদ ব্রিফিংয়ে একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে।’

এদিকে, দলের উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে নিয়ে যাওয়া হবে।’

ওবায়দুল কাদেরের চিকিৎসা করতে ঢাকায় আসা ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা.দেবী শেঠির বরাত দিয়ে ডা.কনককান্তি বড়ুয়া সাংবাদিকদের কাছে কাদেরের বর্তমান পরিস্থিতি জানান। তিনি বলেন, ‘ফুসফুসে প্রপার অক্সিজেন না পেলে হার্ট তার অ্যাকশনের জন্য উপাদান পাবে না। এখন ওবায়দুল কাদের অনেকটা নিরাপদে আছেন। উনার রক্তে ইনফেকশনের ব্যাপার আছে। তাছাড়া, এখানে অ্যাটেন্ডেন্ট নিয়ন্ত্রণ করা কঠিন।’

ডা. সৈয়দ আলী আহসান বলেন, ‘সকাল ৯টার পর থেকে তিনি (কাদের) স্ট্যাবল আছেন। উনার প্রেসার ১১০/৭০ থাকছে, মাঝে-মধ্যে ১২০/৯০-এ ওঠানামা করছে, আবার স্বাভাবিক হচ্ছে। উনার ইলেক্ট্রোলাইট ও পিএইচ ফ্যাক্টর ওঠানামা করছিল। এখন স্বাভাবিক হয়ে এসেছে। গতকাল (রবিবার) উনার হাই ব্লাড সুগার ছিল, ইনসুলিনের মাধ্যমে তা কমানো গেছে। উনার অবস্থা উন্নতির দিকে। বার বার ইশারা করছেন— ভেন্টিলেশনটা খুলে দেওয়ার জন্য। আমরা ঘুমের ওষুধ দিয়ে ঘুম পড়িয়ে রেখে কষ্ট লাঘবের চেষ্টা করছি। তার প্রস্রাব ১০০ মিলি করে হচ্ছে।’

কনককান্তি বড়ুয়া বলেন, ‘ উনার অবস্থা গত কালকের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। সরকার প্রধানের পক্ষ থেকে দেবী শেঠি এসে দেখবেন জানানো হয়। শেঠী তার নিজস্ব চার্টার্ড প্লেনে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় এসে পৌঁছান। কিছুক্ষণ আগে তিনি দেখে গেছেন এবং উনি হিস্ট্রি শুনে বলেছেন, যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে— সবগুলোই ঠিক আছে। তিনি ওবায়দুল কাদেরের স্ত্রীকে বলেছেন— ‘আপনার স্বামী ভাগ্যবান। এখানকার চিকিৎসকরা যা যা পদক্ষেপ নিয়েছেন ইউরোপ- আমেরিকার চিকিৎসক হলেও এই পদক্ষেপই নিতেন। দেবী শেঠী বলেছেন— উনাকে যদি দেশের বাইরে নিয়ে যেতে চান, তাহলে এখন তার শারীরিক অবস্থা উপযুক্ত আছে। যেকোনও মানুষের হার্ট- ব্রেন অক্সিজেন চলাচলের ওপর সুস্থতা নির্ভর করে। উনার আগে থেকে ফুসফুসে প্রদাহ আছে, উনি ধুমপান করতেন এবং উনি সিওপিডির বোগী। যার কারণে উনার হার্ট-ফুসফুস ঠিকমতো কাজ করবে না।’

ডা.কনককান্তি বলেন, ‘আজকে তার নতুন করে কোনও জটিলতা হয়নি। গতকাল সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সিঙ্গাপুর থেকে চিকিৎসকরা আসেন। তাদের আমরা রেখে দিয়েছি। এখন প্রধানমন্ত্রী কার্যালয় ও হাসপাতালের চিকিৎসকরা মিলে সিদ্ধান্ত নেওয়ার পর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। এ প্রক্রিয়া এক ঘণ্টার বেশি সময় লাগবে না। উনার অবস্থা স্ট্যাবল কিন্তু শঙ্কামুক্ত নন।’

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক বেনী মাধব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানবন্দরের পক্ষ থেকে আমরা প্রস্তুত। হাসপাতাল থেকে বিমানবন্দর আনা হলে দ্রুত সময়ের মধ্যে তাকে (কাদেরকে) এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে।

উল্লেখ্য, রবিবার রাত সাড়ে তিনটায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর তাকে সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ-তে নিয়ে ভর্তি করানো হয়। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। গতকালই একটিতে রিং পরানো হয়েছে। ওবায়দুল কাদের বর্তমানে  কার্ডিয়াক বিভাগের চেয়ারম্যান ডা. সৈয়দ আলী আহসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

 

/টিওয়াই/সিএ/ ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী