X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকজুড়ে নুসরাত হত্যার তীব্র প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ০১:০৫আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৪:৩২

ফেসবুকজুড়ে নুসরাত হত্যার তীব্র প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি পুড়ে যাওয়া শরীর নিয়ে গত কয়েকদিন অমানবিক যন্ত্রণা নিয়ে লড়াই চালিয়ে যাওয়া নুসরাতের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রতিবাদের ঝড়। একই সঙ্গে এই বিচার যেন দ্রুত নিশ্চিত করা যায় সেটি মনিটরিংয়ের অঙ্গীকার নিয়ে হাজির হন হাজারও মানুষ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) একাধিক প্রতিবাদ সমাবেশের ঘোষণা ছড়িয়ে পড়তে থাকে। দাবি একটাই,  নুসরাতকে বাঁচানো যায়নি, বিচার নিশ্চিত করতে হবে।

নারীবাদী লেখক সাদিয়া নাসরিন লিখছেন, ‘ “আমার যা হয় হোক, তার যেনো বিচার হয়”... কথাটার ওজন কি আমরা বুঝি? আমরা কি বুঝতে পারছি যে এই কাজটা আমাদের করতে হবে? করবো আমরা? এতোটুকু এতোটা লড়াই একলা করতে করতে পুড়ে মরেছে মেয়েটি, বাকিটুকু আমরা পারবো না? পারবো না আমরা?’

ফেসবুকজুড়ে নুসরাত হত্যার তীব্র প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি ভিকারুন্নুনিসা নুন স্কুলের শিক্ষক সৈয়দা তানজিনা ইমাম লিখেছেন,  ‘নুসরাতরা চলে যায়। চলে গিয়ে বেঁচে যায়। যারা থেকে যায় তাদের  দাঁড় করিয়ে  দেওয়া হয় বন্ধুর হন্তারক আর নিজের ধর্ষককে বাঁচানোর মিছিলে।’

এই বিচারকাজের মনিটরিং এবং ফলোআপ থেকে আমরা যেন  বিচ্যুত না হই উল্লেখ করে অ্যাক্টিভিস্ট শামীম আরা নীপা লিখেছেন, ‘আমি এই অন্যায়ের প্রতিবাদ করবো শেষ নিঃশ্বাস পর্যন্ত... আমি সারা বাংলাদেশের কাছে বলবো, সারা পৃথিবীর কাছে বলবো এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য, আমি এই অন্যায়ের প্রতিবাদ করবো...।  নুসরাত জাহান রাফি মারা গেছে অন্যায়ের প্রতিবাদ করতে করতে...। সমগ্র দেশ জাতি ও জগতের কাছে রাফি দাবি রেখে গেছে...।  সমাজের মানুষগুলোর মানুষ হওয়ার, মানুষ করার,  মানুষ জন্ম দেওয়ার শেষ সময়টাও চলে যাচ্ছে– তাও ঘুমাচ্ছে প্রাণীগুলো...!

‘নুসরাত জাহান রাফির যৌন নির্যাতক মাওলানা সিরাজ এবং  হত্যার সঙ্গে জড়িত প্রতিটি পিশাচের ফাঁসির দাবি জানাই...।’

ফেসবুকজুড়ে নুসরাত হত্যার তীব্র প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি বিচারের দাবি নিয়ে নাট্যকার মাসুম রেজা লিখেছেন,  ‘নুসরাতকে বাঁচানোর জন্যে সব ব্যবস্থা নিয়েছিলেন আপনারা...। তাকে বাঁচানো যায়নি...। এবার শুধু এই ব্যবস্থাটুকু করুন যাতে ইতিহাসের দ্রুততম সময়ে লোলুপ সিরাজুদ্দৌলাদের বিচার হয়...। নুসরাত জানতো, তার এই পরিণতি হতে পারে তারপরেও সে সিরাজুদ্দৌলাকে কঠিন শাস্তি দিতে চেয়েছিলো...। নুসরাত আত্মহত্যার পথ পরিহার করে আত্মদান করে গেলো... এ যেনো ভুলে না যাই...।’

ব্যারিস্টার তুরিন আফরোজ লিখেছেন,  ‘আই ডিমান্ড জাস্টিস ফর নুসরাত।’

ফেসবুকজুড়ে নুসরাত হত্যার তীব্র প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ রহমান লিখেছেন, ‘৮০% পুড়ে যাওয়ার পরেও যেই মেয়ে বলে যে, সে চিৎকার করে সবাইকে বলবে, একটা “অন্যায়” হয়েছে, মরে গেলেও সেই মেয়ে একটা সাহসী মেয়ে, বাংলাদেশে নিরাপত্তাহীন লাখ লাখ নারীর জন্য নুসরাত সাহস।

‘মেয়ে তুমি মরে যাও, তবু চিৎকার করে মরো। তুমি চিৎকার করেছ দেখেই সোনাগাজির দুইশ’ কিলোমিটার দূরে আমরা চিৎকার করেছি।

‘নুসরাত দেখিয়ে দিলো অবস্থা হয়তো আরও দুইশ’ বছরেও পরিবর্তন হবে না, কিন্তু চিৎকার করাটা জরুরি।

‘আমি আমৃত্যু একটা হত্যার বিচারের কথা সবাইকে মনে করিয়ে দেবো বলে পণ করেছিলাম। সেই লিস্টটা দুজনের হলো। ২৬/২/২০১৫ ও ১১/৪/২০১৯।’

প্রসঙ্গত,  ঢামেকের বার্ন ইউনিটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় নুসরাত বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

গত ৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে বোরকা পরা ৪-৫ ব্যক্তি তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

উল্লেখ্য, ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী সোনাগাজী পৌরসভার উত্তর চরছান্দিয়া গ্রামের মাওলানা একেএম মানিকের মেয়ে। অভিযোগ আছে, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এর আগে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করে। এ কারণে গত ২৭ মার্চ অধ্যক্ষকে আটক করে পুলিশ। এ ঘটনায় মেয়েটির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। ওই মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা বর্তমানে ফেনী কারাগারে আছেন।

এদিকে, সোমবার (৮ এপ্রিল) দগ্ধ মাদ্রাসাছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা জানিয়ে কাগজপত্র পাঠানো হয়। মঙ্গলবার সকালে সেখানকার চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন ডা. সামন্তলাল সেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘মেয়েটির শারীরিক যে অবস্থা তাতে পাঁচ ঘণ্টা ফ্লাই করা খুবই রিস্কি বলে মনে করছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। তাই এই মুহূর্তে মেয়েটিকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব না।’

 

আরও খবর: 

বাঁচানো গেলো না নুসরাতকে

নুসরাতকে বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: মেডিক্যাল বোর্ড প্রধান


নুসরাতের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দগ্ধ মাদ্রাসাছাত্রীকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিডব্যাক এলে দগ্ধ মাদ্রাসাছাত্রীকে সিঙ্গাপুর পাঠানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের

লাইফ সাপোর্টে ফেনীর মাদ্রাসাছাত্রী

ফেনীর সেই মাদ্রাসাছাত্রী শঙ্কামুক্ত নয়

ফেনীর সেই মাদ্রাসাছাত্রীর চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা: ‘অগ্নিসংযোগকারীদের পরনে ছিল বোরকা, হাতমোজা ও কালো চশমা’

পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

 

 
/ইউআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!