X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
মা-বাবার ভরণপোষণ: দ্বিতীয় পর্ব

স্বতঃপ্রণোদিত হয়ে যেকোনও ব্যক্তি অভিযোগ করতে পারবেন

এস এম আববাস
০২ মে ২০১৯, ১২:২১আপডেট : ০২ মে ২০১৯, ১২:২১

মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব

সন্তান ভরণপোষণ নিশ্চিত না করলে মা-বাবা নিজে অথবা তাদের মনোনীত ব্যক্তি সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন। ২০১৩ সালের ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ বাস্তবায়নে সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয় খসড়া বিধিমালা চূড়ান্ত করেছে। ওই বিধিমালায় এ কথা বলা হয়েছে। বিধিমালায় আরও বলা হয়েছে, যেকোনও ব্যক্তি স্বতঃপ্রণোদিত হয়েও ভরণপোষণ সহায়ক কমিটিকে লিখিতভাবে অভিযোগ জানাতে পারবেন।

সহায়ক কমিটি বিষয়টি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করে আদালতকে অবহিত করবেন। সংক্ষুদ্ধ ব্যক্তি নিষ্পতিতে সন্তুষ্ট না হলে ১৫ দিনের মধ্যে আদালতে আপিল করতে পারবেন।

অভিযোগ দাখিল

সন্তান ভরণপোষণ নিশ্চিত না করলে পিতা-মাতা নিজে অথবা তাদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে অভিযোগ দাখিল করতে পারবেন। পিতা-মাতার ভরণপোষণের ক্ষেত্রে অভিযোগের ভিত্তি থাকলে যেকোনও ব্যক্তি স্বতঃপ্রণোদিতভাবেও ভরণপোষণ কমিটিকে লিখিতভাবে বিষয়টি জানাতে পারবেন। সহায়ক কমিটি কোনও অভিযোগ পেলে সরেজমিনে গিয়ে পিতা-মাতা ও সন্তানের সঙ্গে আলোচনা করবে। অভিযোগের ভিত্তি থাকলে পিতা-মাতাকে অভিযোগ দাখিলের পরামর্শ দেবে। সহায়ক কমিটির পরামর্শে পিতা-মাতা ১ম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করবেন।  

অভিযোগ ও নিষ্পত্তি

আদালত অভিযোগ পেলে তা আমলে নিয়ে নিষ্পত্তি করবেন অথবা আপস নিষ্পত্তির নির্দেশনা দেবেন। অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (ইউনিয়ন কমিটি সদস্য) উভয়পক্ষকে নির্ধারিত দিন, তারিখ ও সময়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেবেন। এক্ষেত্রে পিতা-মাতার সামর্থ অনুযায়ী স্থানে সব পক্ষকে উপস্থিত হতে হবে। নির্ধারিত দিনে উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হবে। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একাধিক শুনানি করতে পারবেন।

অভিযোগ পাওয়ার ৩০ দিনের মধ্যে শর্ত সাপেক্ষে অথবা শর্ত ছাড়াই আপস-নিষ্পত্তি করা যাবে। নিষ্পত্তির বিষয়টি পিতা-মাতা ও সন্তানের স্বাক্ষরসহ আদালতকে জানাবে। ওই প্রতিবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট আদালত বিষয়টি নিষ্পত্তির আদেশ দেবেন। আদালতের এ রায়ে কোনও পক্ষ সংক্ষুব্ধ হলে তারা ১৫ দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করতে পারবে। পুনর্বিবেচনার এ আপস-নিষ্পত্তিতে কোনও পক্ষ সংক্ষুব্ধ হলে তারা ৩০ দিনের মধ্যে জেলা ও দায়রা জজ অথবা মহানগর দায়রা জজ আদালতে আপিল করতে পারবে। 

বিচার ও শাস্তি

২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইনে বলা হয়েছে, আইনের অধীন অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপসযোগ্য হবে। সংঘটিত অপরাধ ১ম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারযোগ্য হবে। কোনও আদালত এ আইনের অধীন সংঘটিত অপরাধ সংশ্লিষ্ট সন্তানের পিতা বা মাতার লিখিত অভিযোগ ছাড়া আমলে নেবে না। আদালত আপস-নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, কিংবা ক্ষেত্রমতে সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর, কিংবা অন্য যেকোনও উপযুক্ত ব্যক্তির কাছে পাঠাতে পারবেন।

কোনও অভিযোগ আপস-নিষ্পত্তির জন্য পাঠানো হলে সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেয়র, মেম্বার বা কাউন্সিলর উভয় পক্ষকে শুনানির সুযোগ দিয়ে নিষ্পত্তি করবেন। অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। অনাদায়ে সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ডে দণ্ডিত হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!