X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে, যোগ দিয়েছেন অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ১৩:২৩আপডেট : ১৩ জুন ২০১৯, ১৪:০৩

জাতীয় সংসদ ভবন (ছবি- সাজ্জাদ হোসেন)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাজেট নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার দুপুর ১টা ২১ মিনিটে তিনি সংসদ ভবন সচিবালয়ে প্রবেশ করেন। পরে সংসদের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সভাকক্ষে চলে যান। এর আগে বেলা পৌনে ১টা থেকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। অর্থমন্ত্রী প্রায় আধাঘণ্টা দেরিতে বৈঠকে যোগ দেন। এ বৈঠকেই অনুমোদন দেওয়া হবে আসন্ন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।

মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দিতে আসা অর্থমন্ত্রীকে বেশ দুর্বল দেখা গেছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে হাত ধরে ভেতরে নিয়ে যান। তিনি সাদা পায়জামা-পাঞ্জাবি, ওপরে কালো মুজিব কোট পরে সংসদ ভবনে এসেছেন।   

অর্থমন্ত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, বৈঠকে যোগ দিতে অর্থমন্ত্রী বেলা ১২টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বর সেকশনে অবস্থিত নিজ বাসভবন থেকে সংসদ অভিমুখে রওনা হন। এর আগে জরে আক্রান্ত হয়ে মঙ্গলবার অর্থমন্ত্রী মুস্তফা কামাল চিকিৎসকের পরামর্শ নিতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের জন্য পুরোপুরি সুস্থ, তবে তিনি কিছুটা দুর্বলতা অনুভব করছেন বলেও বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তার পারিবারিক সূত্র। 

এদিকে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘অর্থমন্ত্রী এখন বাজেট উত্থাপনের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি নিয়মিত চেকআপের জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। নিয়মিত চেকআপ শেষে হাসপাতাল থেকে মঙ্গলবার (১১ জুন) রাতেই বাসায় ফিরে গেছেন।’

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৩টায় আসন্ন ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন জাতীয় সংসদে। ইতোমধ্যেই বাজেটের সব কিছু চূড়ান্ত করেছেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। এর আগে পরিকল্পনামন্ত্রী হিসেবে গত পাঁচ বছরের বাজেটে তৈরির কাজে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সহযোগিতা করছেন তিনি। কিন্তু এবার প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি নিজেই পুরো বাজেট তৈরি করেছেন বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। অর্থমন্ত্রীর ভাষায় এটি হচ্ছে ‘স্মার্ট’ বাজেট। অর্থমন্ত্রী তার জীবনের প্রথম বাজেটের শিরোনাম করেছেন ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’।  

 

/এসআই/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন