X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শিডিউল বিপর্যয়, ৬-১০ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৯, ১২:২৭আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১২:৪৫

ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা ট্রেনের শিডিউলে চরম বিপর্যয় ঘটেছে। শনিবার (১০ আগস্ট) সকালে প্রায় সবক’টি ট্রেনই দেরিতে ছেড়েছে। উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলো নির্ধারিত সময়ের ৬-১০ ঘণ্টা পর ছাড়বে বলে জানা গেছে। তবে রাজধানী থেকে কম দূরত্বের গন্তব্যের কয়েকটি ট্রেন কমলাপুর রেলস্টেশন ছাড়তে দেখা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যারা টিকিটি পেয়েছেন তাদের ভোগান্তির তালিকায় যুক্ত হয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। 

ঈদযাত্রার চতুর্থ দিন শনিবার কমলাপুর রেলস্টেশন থেকে শিডিউল বিপর্যয়ের কারণে পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ ট্রেনগুলো দেরিতে ছাড়ছে। এসব ট্রেনের কোনোটি ৬-১০ ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছাড়বে। ফলে চরম ভোগান্তি আর সীমাহীন বিড়াম্বনায় পড়েছে ঘরমুখো মানুষ। 

ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা শুক্রবার (৯ আগস্ট) টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল। এ ঘটনার প্রভাব পড়ে ওই রুট ব্যবহার করা সব ট্রেনে।  

শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লেতে দেওয়া ট্রেনের শিডিউল অনুযায়ী, রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ভোর ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি সাড়ে ৮ ঘণ্টা পর দুপুর আড়াইটায় ঢাকা ছাড়ারা কথা।

ট্রেন প্ল্যাটফর্মে আসলেই তাতে ওঠার চেষ্টায় থাকেন যাত্রীরা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৬টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলেও ৬ ঘণ্টা দেরি ছাড়বে। ট্রেন ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে দুপুর সাড়ে ১২টা।

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ৮ ঘণ্টা দেরিতে বিকাল ৪টায় ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে। 

ট্রেন প্ল্যাটফর্মে আসলেই তাতে ওঠার চেষ্টায় থাকেন যাত্রীরা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিলম্ব হবে উল্লেখ করা থাকলেও সম্ভাব্য সময় জানানো হয়নি। এটি সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা ১২টা পর্যন্ত স্টেশনে আসেনি। জানা গেছে আনুমানিক বিকাল ৫টায় ছেড়ে যেতে পারে।  তবে এ সময়ও পরিবর্তন হতে পারে। 

ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রী আমির হোসেন বলেন, ‘টিকিটের সময় অনুযায়ী ভোর ৬টার আগে স্টেশনে এসেছি। এখন প্রায় ১২টা বাজে। মা, বোন ও সন্তানদের নিয়ে বিপদে আছি। শিডিউল বিপর্যয়ের তথ্য যদি গ্রাহকদের মোবাইল বা অনলাইনে দেওয়া হলে ভালো হতো।’ 

ট্রেন প্ল্যাটফর্মে আসলেই তাতে ওঠার চেষ্টায় থাকেন যাত্রীরা কিশোরগঞ্জ এক্সপ্রেস সকাল সাড়ে ১০টার পরিবর্তে আধা ঘণ্টা দেরিতে গেছে বেলা ১১টায় ছেড়ে গেছে৷ পঞ্চগড়গামী একটি ট্রেন ১০টায় ছাড়ার কথা থাকলেও ছেড়ে গেছে বেলা ১২টায়।

রাজশাহী রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে। সেটি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া স্বল্প দূরুত্বসহ আরও কিছু ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক বলেন, ‘আসলে শুক্রবার টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। যে কারণে ট্রেনগুলোর শিডিউল ঠিক নেই। ঈদের আগে এটি ঠিক করা সম্ভব নয়।’

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডা. জাহাঙ্গীর কবিরের নামে শত শত ভুয়া ফেসবুক আইডি বন্ধ চেয়ে রিট
ডা. জাহাঙ্গীর কবিরের নামে শত শত ভুয়া ফেসবুক আইডি বন্ধ চেয়ে রিট
কোনও ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে হবে: নৌপরিবহন উপদেষ্টা
কোনও ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে হবে: নৌপরিবহন উপদেষ্টা
উ. কোরিয়ায় যুদ্ধজাহাজ দুর্ঘটনায় একাধিক কর্মকর্তা গ্রেফতার
উ. কোরিয়ায় যুদ্ধজাহাজ দুর্ঘটনায় একাধিক কর্মকর্তা গ্রেফতার
চাঁদপুরে ৭২ লাখ চিংড়িরেণু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত
চাঁদপুরে ৭২ লাখ চিংড়িরেণু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত
সর্বাধিক পঠিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
চার দিনের অবস্থানেও পল্লী বিদ্যুৎকর্মীদের সঙ্গে যোগাযোগ করেনি কেউ
চার দিনের অবস্থানেও পল্লী বিদ্যুৎকর্মীদের সঙ্গে যোগাযোগ করেনি কেউ