X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সামাজিক নিরাপত্তায় জোর দেওয়ায় মানব উন্নয়ন সূচকে উন্নতি: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ২০:৫৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২০:৫৭

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (ফাইল ছবি)

সামাজিক নিরাপত্তার ওপর জোর দেওয়ার কারণেই মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ ১৩৬তম থেকে ১৩৫তমে উঠে এসেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘সামাজিক নিরাপত্তার ওপর আমরা জোর দিয়েছি। দরিদ্র মানুষের কল্যাণে, শিশুদের স্বাস্থ্যের জন্য টিকা, বিনামূল্যে বই বিতরণ, স্কুলে দুপুরে খাবার দেওয়া শুরু করেছি। পল্লী ক্লিনিক চালু রেখেছি, সুপেয় খাবার পানির জন্য হাজার হাজার চাপকল স্থাপন করছি। লাখ লাখ টয়লেট সরবরাহ করছি। এসব কারণে জীবনযাত্রার মান বেড়েছে। আমরা মানুষে মানুষে বৈষম্য কমানোর চেষ্টা করছি।’

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯’ তুলে ধরা হয়। এসময় মন্ত্রী এসব কথা বলেন।

এছাড়া ইউএনডিপির বক্তব্য তুলে ধরে পরিকল্পনা কমিশনের সদস্য ড. সামসুল আলম বলেন, ‘উন্নয়ন ব্যয়ের অসাধুতার কারণে, দুর্নীতির কারণে বৈষম্য অসাম্য বেড়ে যায়। শিক্ষাক্ষেত্রে প্রবেশাধিকারে অসমতা রয়েছে। এটিও বৈষম্য সৃষ্টির ক্ষেত্রে ভূমিকার রাখছে।’

ইউএনডিপির প্রতিবেদনে দেখা যায়- মিয়ানমার, নেপাল ও পাকিস্থানকে পেছনে ফেলে মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবার এই সংক্রান্ত সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৫ তম। ২০১৮ সালে এই অবস্থান ছিলো ১৩৬তম।

২০১৯ সালে মানব উন্নয়ন সূচকে মিয়ানমারের অবস্থান ১৪৫তম, নেপালের অবস্থান ১৪৭তম ও পাকিস্তানের অবস্থান ১৫২তম।

বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান আগের তুলনায় এক ধাপ এগুলেও ভারত, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার চেয়ে পেছনে রয়েছে।

উল্লেখ্য, মানব উন্নয়ন সূচককে চারটি ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে- অতি উচ্চ মানব উন্নয়ন, উচ্চ মানব উন্নয়ন, মধ্যম মানব উন্নয়ন ও নিচু মানব উন্নয়ন।

অতি উচ্চ মানব উন্নয়নে রয়েছে ৬২টি দেশ। এর মধ্যে প্রথম নরওয়ে, দ্বিতীয় সুইজারল্যান্ড, তৃতীয় আয়ারল্যান্ড, চতুর্থ জার্মানি ও পঞ্চম হংকং।

উচ্চ মানব উন্নয়ন সূচকে রয়েছে ৫৪টি দেশ। এর মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ।  শ্রীলঙ্কার অবস্থান ৭১ আর মালদ্বীপের ১০৪তম।

মধ্যম মানব উন্নয়নের তালিকায় রয়েছে ৩৬টি দেশ। এর মধ্যে ভারতের অবস্থান ১২৯তম, ভুটানের ১৩৪তম, বাংলাদেশের ১৩৫তম, মিয়ানমারের ১৪৫তম, নেপালের ১৪৭তম ও পাকিস্তানের ১৫২তম।

নিচু মানব উন্নয়নের ৩৫টি দেশের মধ্যে থাকা আফগানিস্তানের অবস্থান ১৭০তম।

আরও খবর: মানব উন্নয়ন সূচকে অগ্রগতি বাংলাদেশের 

 

 

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!