X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাসের শেষে বৃষ্টি, ফের শৈত্যপ্রবাহের শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৯, ২০:২১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২০:২৩

শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা নেমেছে দেশজুড়ে (ফাইল ছবি) চার দিনের কনকনে ঠান্ডার পর রবিবার (২২ ডিসেম্বর) দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) তাপমাত্রা আরও বাড়বে। মিলতে পারে সূর্যের দেখা। কিন্তু, আবার মাস শেষে বৃষ্টি ও বৃষ্টির পরপর তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘সোমবার তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে এ মাসের ২৫-২৬ তারিখে বৃষ্টিপাত হতে পারে। দেশের বেশিরভাগ অঞ্চলেই এই বৃষ্টি কম-বেশি হবে। আর বৃষ্টির পর ২৭ তারিখ থেকে আবার তাপমাত্রা কমে যাবে। এ সময় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হবে। বৃষ্টি হলে তাপমাত্রা কমতে থাকবে আবার।’

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফরিদপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের তুলনায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা কমলেও গড়ে বিভাগগুলোতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। কমেছে বাতাসের গতিও। শনিবার বাতাসের গতি ছিল ৬ থেকে ১২ কিলোমিটার। আজ  রবিবার তা ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে আছে। তিন দিন আগে সেই বাতাসের গতি ছিল ঘণ্টায় ১২ থেকে ১৫ কিলোমিটার।

এদিকে ঢাকায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ছিল ১২ দশমিক ২, চট্টগ্রামে শনিবারের (২১ ডিসেম্বর) মতো আজ ও তাপমাত্রা ১৩ দশমিক ৩, সিলেটে ১৪ দশমিক ৫, শনিবার ছিল ১৩ দশমিক ৫, তবে রাজশাহীতে তাপমাত্রা কমেছে। আজ  সেখানে ৯ দশমিক ৫, যা শনিবার ছিল ১১ দশমিক ৯, রংপুরে ১১ দশমিক ৮, শীনবার ছিল ১২, খুলনায় গত তিনদিন তাপমাত্রা একই আছে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে আজ  রবিবার ১২ দশমিক ৫, শনিবার ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া শৈত্যপ্রবাহের সংজ্ঞা অনুযায়ী তাপমাত্রা যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাহলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়, সে হিসেবে দেশের ৫ জেলার তাপমাত্রা ১০ এর নিচে অবস্থান করছে আজ। এরমধ্যে আছে রাজশাহী, ঈশ্বরদী, তেতুলিয়ায় ৯ দশমিক ৫, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৪ ও যশোরে ৯।

এদিকে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, যশোর, তেতুলিয়া ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

 

/এসএনএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!