X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রবাসীদের দেশে ফেরা পেছানোর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৬:১৯আপডেট : ২১ মার্চ ২০২০, ১৬:২৩

প্রবাসীদের দেশে ফেরা পেছানোর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

করোনা ভাইরাসের কারণে যেসব প্রবাসী বাংলাদেশে ফেরত আসতে চান তাদের সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার (২১ মার্চ) এক বৈঠক শেষে পদ্মায় তিনি সাংবাদিকদের বলেন, প্রবাসীদের প্রতি অনুরোধ আপনারা সতর্ক থাকুন। আপনাদের দেশে ফেরা পিছিয়ে দেন। তিনি আরও বলেন, আমাদের সঙ্গে অনেক দেশের আলাপ হয়েছে। প্রত্যেকে বলেছে যদি ভিসা শেষ হয়ে যায় তবে সেটার মেয়াদ বাড়ানো হবে। ভয়ের কোনও কারণ নেই। তারা যেন স্থানীয় আইন কানুন মেনে চলেন।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে সংক্রমণ হচ্ছে বিদেশ থেকে আসা লোকদের মাধ্যমে। যে ২০ জন আক্রান্ত হয়েছেন তারা সবাই বিদেশ থেকে আসা লোকদের সংস্পর্শে এসেছেন। আগে আমরা অনেকগুলো ফ্লাইট বন্ধ করে দিয়েছিলাম। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও কয়েকটি ফ্লাইট বন্ধ করে দেবো।

কাতার বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইউএই, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারতসহ ১০টি দেশ থেকে বাণিজ্যিক ফ্লাইট আসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কয়েকটি রুট আমরা চালু রেখেছি। যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং ও চীন এখনও চালু আছে। কারো বিশেষ প্রয়োজন হলে ওই রুটগুলি ব্যবহার করতে পারবে।

যুক্তরাজ্য কেন খোলা, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তো পুরাপুরি দেশটা লকডাউন করতে পারি না। সেজন্য ২-৩টা রুট খোলা রেখেছি বাধ্য হয়ে। যদি আমাদের লোকজন বিদেশে বাজে অবস্থায় পড়ে তখন আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা করবো। এখান থেকে কেউ যদি চলে যেতে চায় তাহলে তারাও এই সুযোগটা নিতে পারে।

স্বাস্থ্য সরঞ্জামের আমদানির বিষয়ে তিনি বলেন, আমরা কিটস আনার ব্যবস্থা করছি। চীনকে অনুরোধ করেছিলাম এবং তারা ১০ হাজার টেস্টিং কিট এবং ১০ হাজার প্রটেকটিভ কিটস রেডি রেখেছে এবং আমরা চার্টার ফ্লাইট দিয়ে সেগুলি নিয়ে আসবো। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, পুলিশসহ জরুরি সেবাদানকারী সব প্রতিষ্ঠানের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!