X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হাসপাতালে অসুস্থ মেয়ে নবজাতককে রেখে বাবা-মা উধাও!

আমানুর রহমান রনি
২২ এপ্রিল ২০১৬, ২২:২৪আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২৩:৩১

হাসপাতালে অসুস্থ মেয়ে নবজাতককে রেখে বাবা-মা উধাও! সাত দিনের অসুস্থ নবজাতককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেখে বাবা-মা চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অসুস্থ নবজাতকটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করছেন ডাক্তাররা। ইতোমধ্যে তার পেটে সফল অস্ত্রোপচার করা হয়েছে। সেরেও উঠছেন। তবে এখনও বিপদমুক্ত না।

ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা শিউলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত শনিবার হাসপাতালে ওই নবজাতকটিকে তার বাবা-মা নিয়ে আসেন। শিশুটি বুকের দুধ খেলেও তার পায়খানা হচ্ছিল না। তার বাবা-মা হাসপাতালে একদিন থেকে ওর পরীক্ষা নিরীক্ষা করান। পরবর্তীতে আমরা পরীক্ষা করে জানতে পারি, নবজাতকটির পেটের ভেতরে কিছু অংশে নাড়ি তৈরি হয়েছে, আবার কিছু অংশে হয়নি। এরপর অস্ত্রোপচার করে ওই নাড়ি জোড়া লাগিয়ে দেওয়া হয়। আজ তাকে খেতেও দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘নবজাতকটির পরিচয় আছে। নবজাতকের বাবার নাম মনির। তারা খুবই দরিদ্র। হয়তো অসুস্থতার কথা শুনে কিছুটা ভিতু হয়ে সন্তানকে রেখে তারা চলে গেছেন। এমনও হতে পারে হয়তো মেয়ে সন্তান তাই তারা ওকে নিতে চাননি। তবে ওকে সুস্থ করাই এখন জরুরি। আমরা তাই করছি।’

শিশুটি বিপদমুক্ত কিনা? এমন প্রশ্নের জবাবে কানিজ হাসিনা বলেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। তবে পেটের যে জায়গা থেকে অস্ত্রোপচার করা হয়েছিল, সেই জায়গাটায় ঘাঁ হয়েছে। তাই এখনও পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না। আজকে খাবার দেবার পর সে পায়খানাও করেছে। তবে আমরা আরও দেখছি, তার চিকিৎসা চলছে।’

এদিকে শুক্রবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০৫ নম্বর শিশু সার্জারি ওয়ার্ডে গিয়ে দেখা গেছে ২ নম্বর বিছানায় (পর্যবেক্ষণ) স্যালাইন লাগানো অবস্থায় রয়েছে সাতদিন বয়সী শিশুটি। বাবা-মা স্বজন কেউ তার পাশে নেই। তবে পুরো হাসপাতাল তার সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. ফাতেমা সাঈদ।

বিকালে নবজাতকের পাশের সিটে প্রসূতি হেনা বেগম শিশুটিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুধ খাওয়াচ্ছিলেন। তিনি জানান, ‘তাদের বাবা-মায়েরও বয়স কমছিল। বাচ্চাটির সঙ্গে তারা হাসপাতালে একদিন ছিল। এরপর থেকে নেই। আমরা ওয়ার্ডের সবাই ওর দেখাশোনা করছি।’

আরও পড়ুন:

হাসপাতালে অসুস্থ মেয়ে নবজাতককে রেখে বাবা-মা উধাও! নারায়ণগঞ্জে নৌশ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

/এআরআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু