X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সাবেক সেনা কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১৫:২১আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৫:২১

সাবেক সেনা কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা রাজধানীর মহাখালীর ডিওএইচএস-এর বাসায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজি উদ্দিন আহমেদ চৌধুরীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে ধারণা স্বজনদের। এ ব্যাপারে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের ভাতিজা রিশাদ আহমেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, তার চাচা ওয়াজি উদ্দিন আহমেদ চৌধুরী (৭৬) মহাখালীর ডিওএইচএস-এর বাড়ির ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। তার দুই ছেলেও থাকেন ওই বাড়িতে। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে তার চাচাকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর কক্ষের বাইরে তালা দিয়ে চলে যায়। তারা বিষয়টি দুপুরের দিকে জানতে পারেন।

রিশাদ চৌধুরী বলেন, ‘ওয়াজি উদ্দিন আহমেদ চৌধুরীর  ছেলে অসুস্থ থাকায় ওই সময়ে ঘুমিয়ে ছিলেন। দুপুরে ঘুম থেকে উঠে তিনি তার বাবার কক্ষের বাইরে তালা দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি অন্যদের জানান।

এরপর তালা ভেঙে দেখেন ওয়াজি উদ্দিনের হাত-পা বাঁধা নিথর দেহ পড়ে আছে। সেখান তাকে থেকে উদ্ধার করে তারা সিএমএইচ-এ নিয়ে যান।’

খবর পেয়ে কাফরুল থানা পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। কাফরুল থানার এসআই  মুকুল নিহত ওয়াজি উদ্দিনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বলেন,খবর পেয়ে সিএমএইচ থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নিয়ে যান তারা। গলা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

রিশাদ চৌধুরী জানান,‘ঘটনার পর থেকে বাড়ির কাজের ছেলে আবদুল আহাদ পলাতক রয়েছে।’ তাদের ধারণা, আহাদই তার সহযোগিদের নিয়ে তার চাচাকে হত্যার পর ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।এ ব্যাপারে তিনি বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ওয়াজি উদ্দিন আহমেদ চৌধুরীর মৃতদেহের ময়না তদন্তকারী চিকিৎসক ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক আবুল খায়ের মোহাম্মদ শফিউজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, ‘ওয়াজি উদ্দিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে।’

/জেইউ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ