X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নব্য জেএমবির জন্য টাকা সংগ্রহ করতো নাফিস ও হাসিব

আমানুর রহমান রনি
২৫ অক্টোবর ২০১৬, ১৫:২২আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৬:১৪

বায়ে হাসিবুল, ডানে নাফিস

জঙ্গি নেতা আব্দুর রহমান ওরফে আবু ইব্রাহিম আল হানিফ ওরফে সারোয়ার জাহানের ঘনিষ্ঠ দুই সহযোগী ছিল মাঠ পর্যায়ের অর্থ সংগ্রাহক। তারা হচ্ছে নাফিস আহম্মেদ নয়ন ও হাসিবুল হাসান। তারা নব্য জেএমবির  জন্য অর্থ সংগ্রহ করে আব্দুর রহমানের কাছে জমা দিত। র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া এই দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছে।

এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য সোমবার নাফিস আহম্মেদ নয়ন ও হাসিবুল হাসানের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) উনুমং। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

২০ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর মতিঝিল থেকে রাজশাহী গণপূর্ত অধিদফতরের উপসহকারী প্রকৌশলী নাফিস আহমেদ নয়ন ও হাসিবুল হাসানকে গ্রেফতার করে র‌্যাব।

৮ অক্টোবর আশুলিয়ার গাজীরচট এলাকার একটি ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে নব্য জেএমবির প্রধান অর্থদাতা আব্দুর রহমান। পরবর্তীতে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই জঙ্গি আস্তানায় তল্লাশি করে ৩০ লাখ টাকা, অস্ত্র, বিস্ফোরক, গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়। সেই সব নথির সূত্র ধরে র‌্যাব নাফিস আহম্মেদ নয়ন ও হাসিবুল হাসানের তথ্য পায়। এরপর তাদের গ্রেফতারে অভিযান চালায়।

এ ঘটনায় আব্দুর রহমানের স্ত্রী শাহনাজ আক্তার রুমিকে আসামি করে অস্ত্র আইন এবং সন্ত্রাসদমন ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে র‌্যাব। তাদের তিন শিশু সন্তানের মধ্যে দুই ছেলে তাহমিদ (৭) ও জাওয়াত (৫) রুমির মায়ের সঙ্গে এবং মেয়ে লাবণ্য (১১) কে আদালতের নির্দেশে গাজীপুরের সেফ হাউসে রাখা হয়েছে।

মামলার নথিতে দেখা যায়, রাজশাহীর বালিয়া পুকুর ছোট বটতলায় নাফিসের বাড়ি। তার বাবার নাম বাবা আব্দুল মান্নান। নাফিস তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতো। 

র‌্যাব সূত্রে জানা গেছে, তারা দুজন নব্য জেএমবির তহবিলে অর্থ প্রদান করেছে। তারা যেসব অর্থ তহবিলে দিয়েছে তা তাদের নিজেদের কিনা? নাকি অন্য কারও কাছ থেকে সংগ্রহ করেছে তা যাচাই বাছাই করা হচ্ছে। তাদের অর্থের উৎস কি? তাও জানতে চাওয়া হবে। আব্দুর রহমানের সঙ্গে নাফিসের যোগাযোগের বিষয়টিও প্রাথমিকভাবে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নাফিস নব্য জেএমবির অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানে।

একই অভিযোগে রাজশাহী গণপূর্ত অধিদফতরের প্রকৌশলী হাসিবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার মধ্যপাড়া গ্রামে।

র‌্যাব জানিয়েছে, তারা দুজনেই নব্য জেএমবির অর্থের বিষয়ে আদ্যপান্ত জানে।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) উনুমং বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে (সোমবার) কেবল তাদের রিমান্ডে আনা হয়েছে। তাদের আজকে থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

 

/এআরআর/এসটি/টিএন/

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘কায়ান্ট

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!