X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রদর্শনী শেষ, বন্ধ হলো কারাফটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৬, ২১:৪৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ২৩:১৩

কারাগারের প্রধান ফটকে দর্শনার্থীদের ভিড়

জেলহত্যা দিবস উপলক্ষে পুরনো কারাগারে ‘সংগ্রামী জীবনগাঁথা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী সোমবার শেষ হয়েছে।এই কারাগারের ২২৮ বছরের ইতিহাসে এবারই প্রথম প্রদর্শনী উপলক্ষে ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন সাধারণ দর্শনার্থীরা। প্রদর্শনী শেষে আবারও বন্ধ হয়েছে নাজিমউদ্দিন সড়কের পুরনো কেন্দ্রীয় কারাগারের ফটক। গত ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী চলে। কারা অধিদফতর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘জার্নি’র উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ১৪৫টি দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীতে দেখানো হয়েছে। এছাড়া, কারাগারে থেকে পরিবারের কাছে বঙ্গবন্ধুর লেখা একাধিক চিঠিও প্রদর্শিত হয়। প্রদর্শনী উপলক্ষে কারাগারের ভেতরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি জাদুঘরসহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা দেখার সুযোগ পান দর্শনার্থীরা।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উপলক্ষে পুরনো কারাগার উন্মুক্ত ছিল।তিনটি সেশনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা প্রথম, দুপুর ১টা থেকে ৩টা দ্বিতীয় এবং তৃতীয় সেশনে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করার সুযোগ পান। কারাগারে প্রবেশের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছিল ১০০ টাকা।

কারা সূত্রে জানা গেছে, প্রদর্শনী থেকে প্রাপ্ত টাকা কেরানীগঞ্জে স্থাপিত নতুন কারাগারের ডে-কেয়ার সেন্টারের শিশুদের জন্য খেলনা কেনার কাজে ব্যয় করা হবে।

জার্নির প্রধান নির্বাহী নাজমুল হোসেল বলেন, ‘প্রদর্শনীকে কেন্দ্র করে সাধারণ দর্শনার্থীদের প্রচুর আগ্রহ ছিল। প্রচুর দর্শনার্থী এসেছেন। আমরা এধরনের আয়োজনে অংশীদার হতে পেরে গর্বিত।’ তিনি জানান, ‘এই কয়েকদিনে ২৫ হাজারের বেশি দর্শনার্থী কারাগার দেখতে এসেছেন। প্রদর্শনীতে টিকিট বিক্রি হয়েছে ১১ হাজার।’

তিনি আরও জানান, ‘আট বছরের নিচের শিশুদের জন্য কোনও টিকিটের প্রয়োজন হয়নি। এই আয়োজনের মাধ্যমে তিন হাজারের বেশি কারারক্ষীর পরিবারের সদস্যদের বিনামূল্যে প্রদর্শনী দেখার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের কোনও টিকিটের প্রয়োজন হয়নি।’

সফলভাবে আয়োজন সম্পন্ন করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল ইকবাল হাসান। তিনি বলেন, ‘কারাগার নিয়ে সাধারণ মানুষের অনেক আগ্রহ ছিল। সবার মধ্যেই একটা ইচ্ছে ছিল কারাগারের ভেতরটা কেমন একবার দেখার। আমরা এই আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের কিছুটা হলেও ইচ্ছা পূরণ করতে পারায় ভাল লাগছে।’ একই সঙ্গে শুক্রবার আধাবেলা ও শনিবার অনিবার্য কারণে প্রদর্শনী বন্ধ থাকায় সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

আরজে/ এপিএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?