X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গারো তরুণীকে ধর্ষণ: রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৬, ১৮:৫২আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৮:৫২

রাফসান হোসেন রুবেল রাজধানীর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার হওয়া প্রধান আসামি রাফসান হোসেন রুবেল।

রবিবার বিকালে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসিন আহসান চৌধুরীর আদালতে এই জবানবন্দি দেয় রুবেল। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুপুরে পর রুবেলের জবানবন্দি রেকর্ড শুরু হয়। বিকালে তা শেষ হয়। আদালতের কাছে রুবেল দোষ স্বীকার করেছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

গত ২৫ অক্টোবর রুবেলকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১৩ নভেম্বর রুবেলকে পুলিশ আদালতে নিয়ে গেলে সেখান থেকে সে পালিয়ে যায়। ওই দিন বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর হাকিমের আদালতে তাকে নিয়ে যান বাড্ডা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ইমরানুল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দার। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য রুবেলকে সিএমএম কোর্টের নতুন ভবনের অষ্টম তলার ২০ নম্বর কোর্টে নিয়ে যাওয়া হয়। পালিয়ে যাওয়ার একদিন পর ১৫ নভেম্বর ভোরে তাকে রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে ফের তাকে গ্রেফতার করে পুলিশ। 

গত ২৫ অক্টোবর রুবেল তার দুই সহযোগীকে নিয়ে উত্তরা বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই তরুণীর হবু স্বামীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করলে র‌্যাব-১ এর একটি দল গত ১২ নভেম্বর রুবেলকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে।

/এআরআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা