X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

দুই বছরে নারীর প্রতি সহিংসতা বেড়েছে ৫ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৬, ১৪:৪৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৪:৫১

দুই বছরে নারীর প্রতি সহিংসতা বেড়েছে ৫ শতাংশ

২০১৫ ও ২০১৬ সালের এখন পর্যন্ত নারীর প্রতি সহিংসতা বেড়ে ৫ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সংস্থাটি জানিয়েছে, নারী নির্যাতনে জড়িত ৮৬ শতাংশ ব্যক্তির বয়স ৩৫ বছর বা এর কম। আর অভিযুক্ত পুরুষদের ৩৭ শতাংশের বয়স ১৮-২৪ বছর বয়সের।

রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকে সামনে রেখে ‘বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা পরিস্থিতি ২০১৫-১৬’ শীর্ষক এক সংবাদ সম্মেলন এ তথ্য জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সমিতির নির্বাহী পরিচালক অ্যাভোকেট সালমা আলী গত দুবছরে নারীর প্রতি সহিংসতা পরিস্থিতি নিয়ে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের সার সংক্ষেপ তুলে ধরেন।

প্রতিবেদনে দেশের সাতটি বিভাগের ৬৬টি থানায় দায়েরকৃত ২ হাজার ৩০৭টি মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্য থেকে দৈব চয়ন পদ্ধতিতে ১৯৮ জনকে বেছে নেওয়া একটি জরিপের ফলাফল প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘জরিপের ফলাফল থেকে দেখা গেছে, নির্যাতনে জড়িত ৮৬ শতাংশ ব্যক্তির বয়স ৩৫ বছর বা এর কম। ২৪ শতাংশ ব্যক্তি ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করার দায়ে অভিযুক্ত। শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র, বেকার বা কর্মঠ সব শ্রেণির নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত। মূলত নারী ও শিশুদের প্রতি প্রচলিত সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে সহিংসতা বাড়ছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে ৯২ শতাংশ শিশু (১৮ বছরের নিচে) ধর্ষণের শিকার হয়েছে।

সম্প্রতি মন্ত্রিসভা কর্তৃক বিশেষ বিধান সম্বলিত (১৮ বছরের নিচে বিয়ে দেওয়ার সুযোগ রেখে) বাল্য বিবাহ নিরোধ আইন অনুমোদন করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান তিনি। বলেন, ‘এ বিশেষ বিধানের অপব্যবহারের সুযোগ রয়েছে। ফলে বাল্য বিয়ে বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে সালমা আলী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মায়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। তনুর মা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘অনেকদিন হয়ে গেল এখনও আমার মেয়ের হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। সার্জেন্ট জাহিদকে ধরে রিমান্ডে নিলেই সব ঘটনা জানা যেতো।’

সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতন বন্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানসহ বেশ কিছু সুপারিশ করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজা পারভীনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির পরিচালক-লিগ্যাল অ্যাডভোকেট তৌহিদা খন্দকার, প্রকল্প ব্যবস্থাপক অ্যাডভোকেট মিতালী জাহান, প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হানিফ, অ্যাডভোকেট ফিরোজা সরকার প্রমুখ।

 /আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা