বই পড়ুয়াদের জন্যই রকমারি ডটকমের সেরা অফার সপ্তব্যঞ্জন অফার অব দ্যা ইয়ার বেস্ট সেলার। এই অফারের আওতায় ২০ হাজার বইয়ের ওপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এছাড়াও থাকছে আকর্ষণীয় বিভিন্ন উপহার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অফারের সপ্ত ব্যাঞ্জনায় পাঠকরা যেমন আন্দোলিত হবেন তেমনি ওপরি পাওনা হিসেবে গিফটের বৃষ্টি তো থাকছেই। বেস্ট সেলার ২০ হাজার বইয়ের ওপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড় ছাড়াও থাকছে আকর্ষনীয় বিভিন্ন উপহার। www.rokomari.com ওয়েবসাইটে কিংবা ১৬২৯৭ নম্বরে ফোন করে যে কেউ অর্ডার করে জিতে নিতে পারেন স্মার্টফোন, ট্যাব, ৫০ বছরের ক্যালেন্ডার রিং। তাছাড়াও থাকছে রকমারি ডটকমের আকর্ষণীয় টি-শার্ট।
/এসএনএইচ/