X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মিথ্যাচার করলেই মামলা, বিএনপিকে হাছান মাহমুদের হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৭, ১৬:২৫আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৬:২৮

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের মানববন্ধন

মিথ্যাচার করলেই মামলা করা হবে বলে বিএনপিকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহামুদ। তিনি বলেন, শুধু বেগম জিয়াই নন, তার দলের যারাই মিথ্যাচার করবে তাদের সবার বিরুদ্ধে মামলা করা হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা জানান। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের ধারা অব্যহত রয়েছে, অথবা  বিএনপির চোখে পড়ে না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘‘বর্তমান সরকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নসহ গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করেছে। বারাক ওবামা কেনিয়াতে গিয়ে বলেছেন,  ‘বাংলাদেশের উন্নয়ন থেকে বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে আফ্রিকার দেশগুলো শিখতে পারে।’ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নতির  প্রশংসা করছেন। এত উন্নয়ন বিশ্বের সব মানুষ দেখলেও বিএনপির নেতারা দেখে না। তারা জানে কেবল মিথ্যাচার করতে। তাই যারা মিথ্যাচার করবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

শুধু বেগম জিয়া নন, রিজভী আহমেদ কিংবা ফখরুলসহ যারাই মিথ্যাচার করবে, তাদের বিরুদ্ধেই মামলা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি নেতারা পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করছে উল্লেখ করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের পদ্মা পাড়ে গিয়ে পদ্মা সেতুর দৃশ্যমান অগ্রগতি দেখার আহ্বান জানান।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা ভালো কাজের প্রশংসা করেন। ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিন। আমরা সেগুলো শোধরানোর চেষ্টা করবো। কিন্তু অযথা মিথ্যাচার করবেন না।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘সারা বিশ্বে বিনামূল্যে বই বিতরণের প্রশংসা করা হচ্ছে।  কিন্তু বিএনপি নেতারা এটা নিয়েও প্রশ্ন তুলছেন। আসলে যাকে ভালো লাগে না, তার কোনও কিছুই ভালো লাগে না ’

আওয়ামী লীগ নেতা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে মানববন্ধনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়া মীলীগ নেতা এম এ করিম, জি এম আতিক, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেনসহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন।

আরএআর/ এপিএইচ/

আরও পড়ুন: 
‘আগামী নির্বাচনে বিএনপির জেতার আশা বিলীন হয়ে গেছে’

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে