X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাহায্য চাইতে আসা ব্যক্তিকে ‘জঙ্গি সন্দেহে’ পুলিশে সোপর্দ!

জাবি প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ০৭:৪২আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ০৭:৪৮

ছালাতুর রহমান স্টেলিন চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাইতে আসা এক ব্যক্তিকে ‘জঙ্গি সন্দেহে’ পুলিশে সোপর্দ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, ওই ব্যক্তি প্রায় সাত-আট বছর ধরে ক্যাম্পাসে সাহায্যের জন্য আসেন। সেই হিসেবে অনেকেই তাকে বহুদিন ধরে চেনেন। এই ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছালাতুর রহমান স্টেলিন (৫০) নামের ওই ব্যক্তি সোমবার বিকেলে হৃদরোগের চিকিৎসায় আর্থিক সাহায্যের জন্য প্রশাসনিক ভবনে আসেন। কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তাকে সাহায্যও করেন। এক পর্যায়ে তিনি ভবনের দোতলায় ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি-১) আবুল কালাম আজাদের কক্ষে গিয়ে সাহায্য চান। পরে ডেপুটি রেজিস্ট্রার তাকে ‘কোনও জঙ্গি সংগঠনের সদস্যসন্দেহে’ আটক করেন।

প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ উপেক্ষা করে আবুল কালাম আজাদ তাকে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করেন বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন। বিকেল তিনটার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক তাকে আটক করে থানায় নিয়ে যান।

একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, ছালাতুর রহমান বিগত সাত-আট বছর ধরে বিশ্ববিদ্যালয়ে আর্থিক সাহায্য নিতে আসেন। তাকে কখনও জঙ্গি বলে সন্দেহ হয়নি। তিনি বাংলাদেশের নাগরিক হলেও কথা বলেন ইংরেজিতে। জাতীয় পরিচয়পত্রানুযায়ী তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ি। তার বাবা মৃত বদিউজ্জামান ও মা ছালেহা।

নাম প্রকাশে অনিচ্ছকু এক কর্মকর্তা বলেন, ওই ব্যক্তি আমার কাছেও সাহায্য নিতে এসেছিল। আমি তার সাথে কথা বলেছি। তিনি বাংলা বলতে পারেন না। তিনি বাংলাদেশে জন্ম নিলেও খুব সম্ভবত দেশের বাইরে বড় হয়েছেন। আমার কাছে তাকে স্বাভাবিক বলে মনে হয়েছে।  

এ প্রসঙ্গে জানতে চাইলে আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছালাতুর রহমান আমার অফিসে এসে সাহায্য চাইলে আমি তাকে বিনামূল্যে চিকিৎসার কথা বলি। কিন্তু  সে কোনও জবাব না দিয়ে চলে যেতে উদ্যত হন। এতে আমার সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে সে অসংলগ্ন উত্তর দেয়। তার বেশ-ভূষা ইরাক-সিরিয়া-আফগান জঙ্গিদের মতো। আমার ধারণা তাকে রেকি করতে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, ‘তার জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন অফিসে ক্রসচেক করা হয়েছে। কমিশনের তথ্যের সাথে পরিচয়পত্রের সব তথ্যের মিল রয়েছে।’ 

এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় একটি সাধরণ ডায়েরি করেছেন বলেও জানান।

সেখানে তিনি উল্লেখ করেন, ‘জঙ্গিদের হত্যার হুমকির কারণে গত ১১ মাস ধরে আমি পুলিশি পাহারায় দিন যাপন করছি। সর্বশেষ গতকাল আমাকে ৪৮ ঘন্টার মধ্যে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।’  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবগতিতেই ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’ 

উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, ‘আমি এখনও বিশ্ববিদ্যালয়ের সামনে জয় বাংলা ফটকে কর্তব্যরত আছি। রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এ প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ছাড়া এই মুহূর্তে কিছুই বলতে পারছি না।’

/এসএ/ আপ-এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?