X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সচেতন হলেই স্তন ক্যানসার মোকাবিলা সম্ভব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৭, ২৩:১৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ২৩:১৮

দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন আয়োজিত কর্মশালা সারা বিশ্বে নারীদের জন্য ঝুঁকি স্তন ক্যানসার। তবে সচেতন থাকলে স্তন ক্যানসার থেকে মুক্তি মিলবে। দেশের সকল নারী-পুরুষকে দ্রুত সচেতন করতে পারলে স্তন ক্যান্সারের ঝুঁকি মোকাবিলা করা সম্ভব। শুক্রবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে স্তন ক্যানসার নিয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় স্তন ক্যানসারের কারণে  মৃত্যু হার কমানো ও  এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। কর্মশালায় ডা. কামরুজ্জামান বলেন, ‘সারা বিশ্বে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ছে। আমাদের দেশে সকল নারী-পুরুষদের কীভাবে আরও  দ্রুত সচেতন করা যায়, সে পদক্ষেপ নিতে হবে। দ্রুত নিরাময় পাওয়ার উপায় সহজে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শুধুমাত্র সচেতনতার মাধ্যমে স্তন ক্যানসারের প্রতিরোধ করা সম্ভব।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভারের সম্পাদক  ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘দেশের অধিকাংশ মানুষই স্তন ক্যানসারসহ সকল প্রকার দূরারোগ্য রোগ নিয়ে চিন্তিত। তাই সমাজের সকলের দায়িত্ব নিজ নিজ ক্ষেত্র থেকে মানুষকে সচেতন করা। প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিষয়ক নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিভিন্ন রোগের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করছেন। বিত্তশালীদের সমাজের উন্নয়নে এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে সকল কাজ করা সম্ভব নয়।’

দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আয়েশা সিদ্দিকা শেলী বলেন, ‘দেশে ব্রেস্ট ক্যানসারে মৃত্যু হার অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে। আমার বড় বোন আইরিন পারভিন বাঁধন এ রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি সচেতন থাকার কারণে রোগ শনাক্ত হওয়ার পরও ১৩ বছর বেঁচে ছিলেন। বাংলাদেশে সচেতন না থাকার কারণে অনেকেই বেশিদিন বাঁচতে পারেন না। স্তন ক্যান্সারের চিকিৎসাও অপ্রতুল।’

/সিএ/এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে রিজভীর লিফলেট প্রচারণা
রাজধানীতে রিজভীর লিফলেট প্রচারণা
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জয়ে মোদি এবং বিজেপির অভ্যন্তরীণ পরিকল্পনা
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জয়ে মোদি এবং বিজেপির অভ্যন্তরীণ পরিকল্পনা
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র