X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ সার্থক: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৭, ১৭:২৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২০:০৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি) জাতীয় তথ্য বাতায়নে প্রতিদিন ৩০ লাখ লোক তথ্য নেওয়ার জন্য প্রবেশ করেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল। তিনি বলেন,  ‘আমরা যে একটি উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি, এটি তার বড় উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা আজ সার্থক হয়েছে।’ রবিবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে বিকাল পৌনে ৫টার দিকে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাবমেরিন ক্যাবল যখন আমাদের বিনে পয়সায় দিতে চেয়েছিল, তখন বলা হয়েছিল যে, আমাদের সব তথ্য চলে যাবে। কী অদ্ভুত চিন্তাভাবনা ছিল ওই সময়!’ এ সময় তিনি আরও বলেন, ‘যেকোনও কাজে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ আগে যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তো, এখন তাদের সেই সমস্যায় পড়তে হয় না। এখন এই অনলাইন ক্লিয়ারেন্সের মাধ্যমে  বিদেশ যাওয়া, চাকরি ক্ষেত্রে দ্রুত অনলাইন সার্টিফিকেট পাচ্ছে সাধারণ মানুষ। বিভিন্ন দূতাবাস এখন QR কোড ব্যবহারে অনলাইন সার্টিফিকে যাচাই করে নিতে পারবে।’

আসাদুজ্জমান খাঁন কামাল জানান, ‘গত বছরের ২০ নভেম্বর কুমিল্লায় ও  চলতি বছরের ১ জানুয়ারি সিলেট মেট্রোপলিটন এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে পুলিশ  অনলাইন ক্লিয়ারেন্স। চালুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার আবেদন পড়েছে। এর মধ্যে সাড়ে ৫ হাজার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রাম ও বাংলাদেশ পুলিশের যৌথ আয়োজনে এই নাগরিক সেবার উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, pcc.police.gov.bd এই ঠিকানায় ক্লিক করে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা পাওয়া যাবে।

আইজিপি একেএম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার।

/জেইউ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে প্রতি চার প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
দেশে প্রতি চার প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
কোরবানির জন্য কী পরিমাণ প্রাণী প্রস্তুত, জানালেন মন্ত্রী
কোরবানির জন্য কী পরিমাণ প্রাণী প্রস্তুত, জানালেন মন্ত্রী
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, মির্জা ফখরুলকে নানক
ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, মির্জা ফখরুলকে নানক
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার