X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কমান্ডোরা জঙ্গি আস্তানার ভেতরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, সিলেট
২৭ মার্চ ২০১৭, ১৬:৫৩আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৭:১৭

আতিয়া মহল সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলের ভেতরে প্রবেশ করেছে প্যারা-কমান্ডো ইউনিট। আজ সোমবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর বিশেষ ইউনিটের সদস্যরা আতিয়া মহলের ভেতরে ঢুকে পড়েন। এর মধ্য দিয়ে চার দিন ধরে চলা এই অভিযান শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সেনা সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দা সংস্থার ওই কর্মকর্তা বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে প্যারা-কমান্ডো সদস্যরা ওই জঙ্গি আস্তানার ভেতরে প্রবেশ করেছেন। আমরা আশা করছি, অল্প কিছু সময়ের মধ্যেই এই অভিযান সমাপ্ত হবে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সবাইকে জানানো হবে।’
এর আগে, ২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের পাশে দুই দফা কাউন্টার অ্যাটাকে ছয় জন নিহত হওয়ার স্থানটি তদন্ত করতে ঘটনাস্থলে হাজির হয়েছে ক্রাইম সিন। আতিয়া মহলের অদূরে ক্রাইম সিনের সদস্যদের দেখা গেছে। ওই স্থানে দুইটি অ্যাম্বুলেন্সও রাখা আছে। পুলিশের বেশকিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখা গেছে আশপাশেই।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ‘ছয় জন নিহত হওয়া বোমা বিস্ফোরণের ঘটনাটি তদন্তের জন্য ক্রাইম সিন কাজ করছে।’ তবে অপারেশন আজকেই সমাপ্ত ঘোষণা করা হবে কিনা, তা নিশ্চিত করেননি এসএমপির এই কমিশনার।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছোঁড়া হয়। পরে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতকে পাঠানো হয় ঘটনাস্থলে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সন্ধ্যা থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল। পরদিন তারা ওই ভবনের অন্যান্য বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনে।
২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের পাশে দুই দফা কাউন্টার অ্যাটাকে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। আহত হয়েছেন র্যা বের গোয়েন্দা বিভাগের প্রধানসহ অন্তত ৫০ জন। রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, অভিযানে তাদের হাতে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছেন।

আরও পড়ুন-

আতিয়া মহলে বিস্ফোরণ, কালো ধোঁয়া

আতিয়া মহলে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও প্রকাশ

নিরাপদ আশ্রয়ে ছুটছেন আতিয়া মহলের আশপাশের মানুষ

সংযত হয়ে জঙ্গি হামলার খবর পরিবেশনের আহ্বান প্রধানমন্ত্রীর

/এনএল/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস