X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দুদক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ছয় সাংবাদিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৭:০৯আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:১৩

অতিথিদের সঙ্গে পদকপ্রাপ্ত সাংবাদিকরা দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ছয় সাংবাদিক। মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের সম্মেলন কক্ষে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে- প্রথম ওবায়দুল কবীর (মাছরাঙ্গা টেলিভিশন), দ্বিতীয় জেমসন মাহবুব (৭১ টেলিভিশন), তৃতীয় এস এম সেকান্দার (একুশে টেলিভিশন)।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আবু সালেহ রনি (সমকাল), দ্বিতীয় ফখরুল ইসলাম (প্রথম আলো)। এই ক্যাটাগরিতে পর্যাপ্ত প্রতিবেদন না থাকায় তৃতীয় পুরস্কারের জন্য কাউকে নির্বাচিত করা হয়নি।

এছাড়া অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বিশেষ পুরস্কারের সম্মাননা প্রদান করা হয়েছে মাছরাঙ্গা টেলিভিশনের বদরুজ্জামান বাবুকে।

বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় জনকে ৪০ হাজার টাকা ও তৃতীয় জনকে ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেককে একটি করে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

প্রধান অতিথির ভাষণে মন্ত্রী বলেন, ‘উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। শুধু আমাদের দেশে নয়। দুর্নীতি সারাবিশ্বের সমস্যা। আমরা দেখেছি দুর্নীতির কারণে কোনও কোনও দেশের সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে যায়।’

তিনি বলেন, ‘আমাদের পাঠ্যপুস্তকে দুর্নীতিবিরোধী বিশেষ ভূমিকা থাকা উচিত। কারণ শিশুদের মনে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে পারলে ভবিষ্যতে তারা আর দুর্নীতিতে জড়াবে না। যাতে করে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সহায়ক হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘অনুসন্ধানী প্রতিবেদন দুদকের মূল কাজের ক্ষেত্রে সহায়তা করে। এসব প্রতিবেদন থেকে দুদক দুর্নীতির অনেক প্রাথমিক তথ্য পেয়ে থাকে। যা পরবর্তীতে দুদকের অনুসন্ধানে সহায়ক হয়।’

তিনি সাংবাদিকদের আরও বেশি বেশি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী। তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর। এছাড়াও দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরজে/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা