X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রমাণ ও সাক্ষী হাজির করতে না পারায় খালাস পেলেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৭, ১৯:৫২আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ২০:০২

 

আদালতে এরশাদ তথ্যপ্রমাণ ও সাক্ষী হাজিরে রাষ্ট্রপক্ষের ব্যর্থতার কারণেই রাডার ক্রয় দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ তার সহযোগীরা। রায়ে বিচারক বলেছেন, ‘কোন আসামি কিভাবে এই রাষ্ট্রীয় টাকা আত্মসাত করেছেন, সেটা প্রসিকিউশনের সাক্ষীদের বক্তব্যে আসেনি। ফলে তাদের (আসামিদের) বিষয়ে সিদ্ধান্তে আসেনি আদালত।’

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা বুধবার মামলার রায় ঘোষণাকালে এসব কথা বলেন। মামলার চার আসামির মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ ছাড়াও বিমান বাহিনীর দুই সাবেক প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালত বলেন, ‘কোন আসামি কিভাবে এই রাষ্ট্রীয় টাকা আত্মসাত করেছেন তার তথ্যপ্রমাণ না থাকার কারণে এই অভিযোগ সন্দেহের উদ্রেক করে।’

আদালত আরও বলেন, ‘এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন তৎকালীন প্রতিরক্ষা সচিব এম এ আনিসুজ্জামান, তৎকালীন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তাদের সাক্ষ্য নেওয়া হয়নি। এ কারণে সন্দেহাতীতভাবে রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে।’

রায় ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়েন খালাস পাওয়া আসামি সুলতান মাহমুদ। তার আইনজীবী শামসুদ্দীন বাবুল বলেন, ‘এই মামলার কারণে সুলতান মাহমুদ পেনশনসহ সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি অনেক ক্ষতির মুখে পড়েছেন। কেবল রাজনৈতিকভাবে  ঘায়েল করার জন্যই তাকে এ মামলায় আসামি করা হয়েছিল। শেষ পর্যন্ত এই মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছেন তিনি।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর আহমেদ আব্দুস সালামের কাছে জানতে চাওয়া হয়, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন কিনা। জবাবে তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশন এই মামলাটি চালিয়েছে। কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটাই করা হবে।’

ছবি- নাসিরুল ইসলাম

/ইউআই /এপিএইচ/

আরও পড়ুন: রাডার মামলায় এরশাদ খালাস

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!