X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাবি সিনেট প্রতিনিধি নির্বাচনে বিদ্রোহী নীল দলের প্রার্থিতা বাতিল

ঢাবি প্রতিনিধি
১৬ মে ২০১৭, ১৮:১২আপডেট : ১৭ মে ২০১৭, ১৬:১১

সিনেট ভবন (ছবি- অনলাইন থেকে সংগৃহীত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট প্রতিনিধি নির্বাচনে ‘বিদ্রোহী নীল দল’ এর প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ড. কামাল উদ্দিন। মঙ্গলবার (১৬ মে) সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘নিষেধ থাকার পরও নীল কাগজে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ায় এই প্রার্থিতা বাতিল করা হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট প্রতিনিধি নির্বাচন আগামী ২২ মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের প্রার্থিতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, ‘বিদ্রোহী প্রার্থীরা যেন নীল কাগজে প্রচারণা বা প্রার্থিতা জমা না দেন, সেই বিষয়টি নির্বাচন কমিশনে আগেই অভিযোগ আকারে জানিয়েছিল মূল ‘নীল দল’। ‘বিদ্রোহী নীল দল’ এর ব্যত্যয় ঘটায়। তাই তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্যের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার ড. কামাল উদ্দিন সাংবাদিকদের আরও বলেন, “মূল নীল’ দলের অভিযোগের ভিত্তিতে জরুরি সভার মাধ্যমে ‘বিদ্রোহী নীল দল’কে নীল কাগজে প্রার্থিতা জমা দিতে নিষেধ করা হলেও তারা তা শোনেননি। নির্দিষ্ট সময়ের মধ্যেও প্রার্থীতা জমা দেয়নি ‘বিদোহী নীল দল’। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয়, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বেশকিছুদিন আগেই প্রার্থী মনোনয়ন নিয়ে আওয়ামী ও বামপন্থী নীল দলে বিভাজন দেখা দেয়। নীল দলের পক্ষ থেকে আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীনের নেতৃত্বে ৩৫ সদস্যের প্রার্থিতার মনোনয়ন জমা দেওয়া হয়।  কিন্তু শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বেও নীল দলের কিছু শিক্ষক আলাদা একটি প্যানেলে মনোনয়ন জমা দেন।

এর আগে মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন রবিবার (১৪ মে) নীল দলের কোনও প্যানেল প্রার্থিতা প্রত্যাহার না করায়, দুই প্যানেলেই নীল দল নামে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। তবে নীল দলের বর্তমান আহ্বায়ক কমিটি দাবি করছে, বর্তমান আহ্বায়ক কমিটির দেওয়া প্রার্থীরাই নীল দল সমর্থিত প্রার্থী। আর বাকিরা বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী।

প্রার্থীতা বাতিলের বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ও বিদ্রোহী অংশের শিক্ষক এ এস এম মাকসুদ কামাল এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে গত রবিবার (১৪ মে) বিদ্রোহী প্রার্থিতার বিষয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘নীল দলের সাধারণ সভায় যেসব প্রার্থীদের নাম শিক্ষকদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল তাদের কাউকেই নীল দলের প্রার্থী করা হয়নি। এ কারণে সিনিয়র শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে আলাদাভাবে এই প্যানেল জমা দিয়েছেন।’  এছাড়া নীল দলের আহ্বায়ক কমিটিকে অবৈধ বলেও দাবি মাকসুদ কামালের।

নীল দলের আহ্বায়ক কমিটি ঘোষিত প্রার্থী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘আহ্বায়ক কমিটির পক্ষ থেকে যে প্যানেল ঘোষণা করা হয়েছে, সেটাই আসল এবং চূড়ান্ত প্যানেল। এর বাইরে কেউ নীল দলের নামে প্যানেল দিলে তার সঙ্গে নীল দলের কোনও সম্পর্ক নেই।’

অন্যদিকে বিএনপি-জামাত পন্থী সাদা দলেরও ৩৫জন প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্র জানায়।

/এসএমএ/

সম্পর্কিত
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ