X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পদ্মায় নিখোঁজ ২ তরুণের পরিবারে কান্নার রোল

উদিসা ইসলাম
২৯ জুন ২০১৭, ২১:২৬আপডেট : ৩০ জুন ২০১৭, ০৭:০৮

(বাঁ থেকে) সুপ্রিয় ঢালী ও ইশতিয়াক আহমেদ মহিম ঢাকা থেকে দোহারে পদ্মাপাড়ের মৈনট ঘাটে ঈদের পরদিন বিকালে বেড়াতে গিয়েছিল পাঁচ বন্ধু। কিন্তু তাদের তিনজন ডুবে গেছে পানিতে। ফিরে এসেছে দু’জন। ঘটনার পরদিন ইশতিয়াক আহমেদ মহিমের লাশ ভেসে ওঠে নদীতে। তার সঙ্গী সুপ্রিয় ঢালী এবং সালমান বিন জামাল এখনও নিখোঁজ। তাদের কোনও খোঁজ না পেয়ে থামছে না স্বজনদের কান্নার রোল। তিনটি তরতাজা প্রাণ বেড়াতে গিয়ে ফিরলো না, এটা ভাবতেই পারছেন না তাদের স্বজনরা। শোকে বিহ্বল হয়ে পড়েছেন তারা।
স্বজনরা বলছেন, ‘ওরা সাঁতার জানে না। তিন বন্ধু মৈনট ঘাটে যাচ্ছে জানতে পারলে হয়তো আমরা তাদের যেতেই দিতাম না ওখানে।’ এই আফসোস পোড়াচ্ছে তিন পরিবারকে। কারণ মহিম বলা না বলার ঊর্ধ্বে চলে গেছে, বাকি দু’জনেরও বেঁচে থাকার সম্ভাবণা ক্ষীণ। তবুও পরিবারের সদস্যরা যে যার মতো খোঁজার চেষ্টা করছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও নিখোঁজদের সন্ধান পাইনি। কোস্টগার্ড নেভি ফায়ার সার্ভিসসহ সবাই চেষ্টা করেছে, এখনও এই কার্যক্রম অব্যাহত আছে।’
ঘটনার তিন দিন পর নিখোঁজদের নদীর কোন প্রান্তে পাওয়ার সম্ভাবনা বেশি জানতে চাইলে ওসি সিরাজুল বলেন, ‘মাওয়ার দিকে পাওয়া যেতে পারে। আমরা সব সম্ভাবনা মাথায় রেখেই খুঁজছি।’
মহিম ঢাকার মোহাম্মদপুরের শাহ আলমের ছেলে। তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্নাতকের শিক্ষার্থী ছিলেন। নিখোঁজ তরুণদের মধ্যে ঢাকার মিরপুরের নাসির ঢালীর ছেলে সুপ্রিয় ঢালী। সে মিরপুর কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আর সালমান হলো মিরপুরের বড়বাগ এলাকার বাসিন্দা। সে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ড. জামাল উদ্দিন তার বাবা। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলের লাশ পাওয়া গেছে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে আমরা টঙ্গীবাড়ি ছুটে যাই। কিন্তু খবরটি সঠিক ছিল না।’

এমন কঠিন সময়ে এ ধরনের গুজবে আরও মুষড়ে পড়েছেন সালমানের স্বজনরা। তার বাবা আরও জানান, সালমান তাদের একমাত্র সন্তান। সে দোহারে বেড়াতে যাওয়ার কথা বলে বেরিয়েছিল বাসা থেকে। পরে খবর আসে তাকে পাওয়া যাচ্ছে না। কান্নাজড়িত কণ্ঠে জামাল উদ্দিন আরও বলেন, ‘আমার একটি মাত্র ছেলে। ও নদীতে যাবে বললে যেতে দিতাম না। কারণ ওরা কেউই সাঁতার জানে না। একবারও যদি ছেলেটা ভাবতো, আমি কী নিয়ে বাঁচবো!’

এ অপেক্ষা আর বিহ্বলতা বোঝানো সম্ভব নয় উল্লেখ করে সালমানের বাবা জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখন অপেক্ষা করছি একটা ইতিবাচক খবরের। ফোন এলেই চট করে ধরছি, এই বুঝি খবর এলো আমার ছেলের!’

ঈদের পরদিন দোহারে বেড়াতে গিয়ে মৈনট ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্ব-দক্ষিণে ঝাঁওকান্দি এলাকায় নদীতে নামে তিন তরুণ। একপর্যায়ে তিনজনই তলিয়ে যায়। এরপর পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে পদ্মা নদীতে তল্লাশি শুরু করে। ঘটনার পরদিন সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নদীতে মহিমের লাশ পাওয়া যায়।

এদিকে নিখোঁজ আরেক সদস্য সুপ্রিয়র মামা রানা শেখ ফেসবুকে লিখেছেন, ‘আমার খুব আদরের ভাগিনাটা না ফেরার দেশে চলে গেলো। আমাদের ভয়ানক কষ্ট দিয়ে ঈদের পরদিন মৈনট ঘাটে গোসলে নেমে আরও দুই বন্ধুসহ ডুবে যায়। আই কান্ট বিলিভ দ্যাট উই উইল নেভার সি ইউর স্মাইলি ফেস মামা। আল্লাহ ওদের তিন জনকে বেহেস্ত নসিব করুক। আমি সবার কাছে দোয়া চাচ্ছি।’

মহিমের বন্ধু টিটু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ভাই আর ফিরবে না। কিন্তু যে দুই তরুণ ফিরে এসেছে তারাও ট্রমায় আছে।’ তাদের মধ্যে প্রতিবেশী ফাহিমের বাসায় তার যোগাযোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ফাহিমের মায়ের সঙ্গে দেখা করেছি। ফাহিম তার এক আত্মীয়ের বাসায় আছে।’ বেড়াতে গিয়ে বন্ধু হারানোর শোক কম না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মহিম সাঁতার জানতো না। ওরা দোহারে যাচ্ছে জানতাম না। ঈদের দিন এমনিতেই একটু ছাড় দেওয়া থাকে। ওরা তো কেউই সাঁতার জানতো না। ওদিকে যাচ্ছে জানলে হয়তো এমন ঘটনা যেন না ঘটে সেজন্য সজাগ থাকতাম।’

/ইউআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী