X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

লেডিস ক্লাবের সভাপতিকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৭, ০৩:২৫আপডেট : ১৭ জুলাই ২০১৭, ০৩:২৫

লেডিস ক্লাবের সভাপতিকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ ঢাকা লেডিস ক্লাবের সভাপতি পদে জাহান আরা মান্নানকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় থেকে নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার (১৬ জুলাই) রায় দিয়েছেন আদালত।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। জাহান আরা মান্নানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। 
এর আগে গত ১০ জুলাই এক স্মারকে জাহান আরা মান্নানকে সাময়িক অব্যাহতি দেয় যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়। পাশাপাশি সহ-সভাপতি আসমা আব্বাসীকে সভাপতির দায়িত্বভার দেওয়া হয়।
ওই স্মারকে বলা হয়, লেডিস ক্লাবের বিদ্যমান অসন্তোষ, নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ এবং সাংঘর্ষিক অবস্থা নিরসন তথা শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জাহান আরা মান্নান। হাইকোর্টের আদেশের পরে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের আদেশটি তিন মাসের জন্য স্থগিত করেন আদালত। একই সঙ্গে জাহান আরা মান্নানকে সভাপতি পদে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিতেও নির্দেশ এসেছে হাইকোর্ট থেকে।’

এই আইনজীবী আরও জানান, জাহান আরা মান্নানকে সাময়িক অব্যাহতি দিয়ে সহ-সভাপতিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্ট ছয় জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০১৬ সালের ১ মে দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন জাহান আরা মান্নান।

/এমটি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়