X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

১৯ বছর পর রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইং কর্মকর্তা

অহিদুল ইসলাম, সৌদি আরব
২৪ জুলাই ২০১৭, ১৯:০৮আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৯:০৮

ফকরুল ইসলাম সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে দীর্ঘ ১৯ বছর পর প্রেস উইং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দূতাবাসের দ্বিতীয় সচিব মো. ফকরুল ইসলাম এই দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২০ জুলাই) রিয়াদে আনুষ্ঠানিকভাবে নতুন কর্মকর্তাকে সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রদূত গোলাম মসিহ। এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি আরও বেশি উজ্জ্বল করার ক্ষেত্রে প্রেস উইং জোরালো ভূমিকা রাখবে। দূতাবাসের প্রেস উইংয়ে কর্মকর্তা নিয়োগ বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের দাবি ছিল। কাজটি করতে পেরে আমরা আনন্দিত।’

আগের মতো এই উইংটি যেন আবারও বন্ধ হয়ে না যায় সে জন্য সবার সহযোগিতা কামনা করে রাষ্ট্রদূত বলেন,‘বিদেশে তথ্যগতভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ধারাবাহিক কাজে প্রেস উইংয়ের প্রতি প্রবাসীদের সহযোগিতা থাকা খুবই জরুরি।’

প্রেস উইং কর্মকর্তার পরিচিতি সভায় রাষ্ট্রদূতের সঙ্গে কর্মকর্তারা রাষ্ট্রদূত গোলাম মসিহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসে নবনিযুক্ত কার্যালয় প্রধান ড. ফরিদউদ্দিন। এ সময় রিয়াদের বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন মিডিয়ার অপপ্রচারের বিষয়ে প্রেস উইংকে নজরদারি করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. আরিফুর রহমান, মো.আলী নূর, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আবদুল জলিল,এমআর মাহবুবসহ কয়েকজন সাংবাদিক।

নবনিযুক্ত প্রেস উইং কর্মকর্তা ফকরুল ইসলাম বলেন,‘সৌদি আরবে প্রবাসী সাংবাদিকরা বিভক্ত না থেকে এক হয়ে কাজ করলে দূতাবাসের পক্ষে কাজ করা আরও সহজ হবে।’ তিনি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে সাংবাদিকতা যেন করা না হয় সে বিষয়ে সচেতন থাকতে সবাইকে অনুরোধ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর, ডিফেন্স অ্যাটাশে, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

১৯৯৮ সালে মো.হানিফের অবসর গ্রহণের পর দীর্ঘ ১৯ বছর দূতাবাসে প্রেস উইং কর্মকর্তার পদটি খালি ছিল।

/এএম/

সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু