X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ঢামেকে ‘ভুল চিকিৎসায়’ প্রসবের তিন দিন পর মায়ের মৃত্যু

আমানুর রহমান রনি ও আমিনুল ইসলাম বাবু
২৪ জুলাই ২০১৭, ২৩:৫৪আপডেট : ২৫ জুলাই ২০১৭, ০০:০৬

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভুল চিকিৎসায় ইভা (২৭) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বামী। ঘটনা তদন্তে শাহবাগ থানা পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। ইভার স্বামী জাহাঙ্গীর সোমবার (২৪ জুলাই) বিকালে শাহবাগ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

এতে তিনি উল্লেখ করেন, ‘আমার সন্তানসম্ভাবা স্ত্রী ইভার প্রসব বেদনা শুরু হলে গত ২১ জুলাই ভোর ৪টায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করি। দিনব্যাপী হাসপাতালে সে প্রসব বেদনায় ছটফট করে। রাত ৯টার দিকে ২১২ নম্বর ওয়ার্ডে তার ডেলিভারি করানো হয়। আমার স্ত্রী কন্যাসন্তান প্রসব করে। সন্তানপ্রসবের পর তাদের দুজনকেই খুব দুর্বল দেখায়। হঠাৎ আমার স্ত্রীর প্রস্রাব বন্ধ হয়ে যায়। বিকাল ৫টার দিকে আমার স্ত্রীর পেট থেকে চিকিৎসক রক্ত নেন। চিকিৎসক জানান, আমার স্ত্রীর রক্তে ইনফেকশন হয়েছে। তার ফের অপারেশন করতে হবে। আমি চিকিৎসকের কথায় রাজি হই। ২৩ জুলাই সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক ও নার্স এসে জানায় আমার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিতে হবে, তার জরায়ু কেটে ফেলতে হবে। না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। আমি রাজী হলে তারা সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আমাকে জানায় রক্ত লাগবে। তখন আমরা একে এক ৯ ব্যাগ রক্ত দেই। কিন্তু আমার স্ত্রীর শরীরে কোনও রক্ত থাকেনি। ওইদিন রাত ১২টার দিকে তাকে চিকিৎসকরা আইসিউতে শিফট করে। এসময় সে অজ্ঞান ছিল। সারারাত তাকে আইসিউতে রাখা হয়। ২৪ জুলাই সকাল ৯টায় জানানো হয়, আমার স্ত্রী মারা গেছে। তবে মনে হয়, আমার স্ত্রী আগেই মারা গেছে, চিকিৎসকরা বিষয়টি গোপন করে রেখেছিল। কিন্তু আমি আগে এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে চিকিৎসকরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমি তাদের বলি, বিষয়টি পুলিশকে জানাবো। তারপর তারা বিকাল ৪টার দিকে একটি সনদ নিয়ে আসে। যাতে লেখা ‘দিস ইজ নট পুলিশ কেইস’।’

থানায় অভিযোগের পর বিষয়টি তদন্তে শাহবাগ থানার এসআই  মশিউর রহমান ঢামেক হাসপাতালে যান।তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, তারাও বিষয়টি তদন্ত করবেন। এখানে কোনও গাফিলতি ছিল কিনা, তারাও খতিয়ে দেখবেন।’

মশিউর বলেন, ‘ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে লাশ পাঠানোর কথা বলেছি। লাশ মর্গে পাঠানো হচ্ছে।’ ইভা তার স্বামীর সঙ্গে রাজধানীর বংশালে থাকতেন।

/এএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
বিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের প্রতিবাদবিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’