X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মুক্তামনিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত আরও পরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৯:৫১আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৯:৫১

মুক্তামনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শের পর মুক্তামনিকে উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুরে পাঠানোর ব্যাপারে যোগাযোগ করছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। এজন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন এই ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (২৬ জুলাই) তিনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, মুক্তামনির চিকিৎসার বিষয়ে সিঙ্গাপুরের হাসপাতালটির কর্তৃপক্ষের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে মুক্তামনির বিষয়ে সিঙ্গাপুর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগাযোগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আপনারা মুক্তামনিকে সিঙ্গাপুরে পাঠাবেন নাকি বার্ন ইউনিটে আপনারাই তার চিকিৎসা করবেন জানতে চাইলে ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘তাদেরকে (সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ) আমরা ইমেইলের মাধ্যমে মুক্তামনির সব রিপোর্ট পাঠিয়েছি, তারাও এর উত্তর দিয়েছে। আমরা এক্সরে, রক্তসহ যেসব রিপোর্ট পাঠিয়েছি সেগুলো ঠিক আছে বলে জানিয়েছেন তারা। তবে মুক্তামনির শারীরিক অবস্থার আরও উন্নতি করতে হবে। আগামীকাল সকাল ৯টায় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের সঙ্গে ভিডিও কনফারেন্স করবো। তারপর সিদ্ধান্ত নেবো।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলতে পারছি না। তবে কাল কিংবা পরশু প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুরের হাসপাতালের প্রতিবেদনগুলো সম্পর্কে জানাবো, তারপর সিদ্ধান্ত নেবো এ বিষয়ে।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে তার শারীরিক অবস্থার আরও ইমপ্রুভ (উন্নতি) করতে হবে। গত কয়েকদিনের তুলনায় আজ তার শারীরিক অবস্থা একটু বেটার (ভালো)’।  ডা. সেন আরও বলেন, ‘আজ সকাল থেকেই কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক মুক্তামনিকে দেখে গিয়েছেন। তবে আরও কিছু পরীক্ষা করতে হবে, তারপর সিদ্ধান্ত নেবো তাকে পাঠাবো নাকি পাঠাবো না।’

প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ জুলাই) ডা. সামন্ত লাল জানিয়েছিলেন, প্রয়োজন হলে মুক্তামনিকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

/জেএ/টিএন/আপ-এনআই

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলচালকের
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলচালকের
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি