X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসা পেলেন ৪ হাজার ৭৮৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৭, ১৭:২৮আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৮:০৫

 

রোগীদের সারি সাড়ে চার বছরের অসুস্থ ছেলেকে নিয়ে রাজধানীর হাতিরপুল পুকুরের পাড় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন কাকলি আক্তার। চিকিৎসক দেখিয়ে ফিরে যাওয়ার সময় কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। কাকলি বলেন, ‘ছেলেকে নিয়ে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখে ওষুধ লিখে দিলেন। আজ টাকা লাগেনি, বিনামূল্যে ডাক্তার দেখানো গেছে।’

মা ও বোনকে নিয়ে এসেছিলেন সবিতা রাণী। তিনি বলেন, ‘মায়ের কোমর ব্যথা এবং বোনের কিছু গাইনি সমস্যার কারণে এসেছিলাম। ডাক্তার দেখিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আজ বিনামূল্যে ডাক্তার দেখানো যাবে-এটা জানতাম না, এসে টিকিট কাউন্টারে গিয়ে শুনলাম টাকা লাগবে না।’

ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কাকলি এবং সবিতার মতো বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৭৮৮ জন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এই বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে এই বিশেষজ্ঞ চিকিৎসাসেবার উদ্বোধন করেন।

এছাড়াও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, মুগদা হাসপাতাল, জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউট, ক্যান্সার হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, নিটোর, চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, নিউরো সায়েন্সেস হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা দেন। মেডিসিন অনুষদের ২১টি বিভাগ, সার্জারি অনুষদের ১৪টি বিভাগ ও ডেন্টাল অনুষদের ৪টি বিভাগসহ ৩৯টি বিভাগে ৪৬ জন অধ্যাপক, ৫৫ জন সহকারী অধ্যাপক, ২০ জন সহকারী অধ্যাপক, ৩ জন কনসালটেন্ট, ১৩ জন মেডিক্যাল অফিসার, ৫৪ জন আবাসিক চিকিৎসক, ৭৪ জন নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্ট এবং কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক জনবল ১১৭টি কক্ষে এই মহতী কার্যক্রমে সরাসরি অংশ নেন। এরমধ্যে মেডিসিন অনুষদে দুই হাজার ৬৬০ জন, সার্জারি অনুষদে এক হাজার ৯৩৮ এবং ডেন্টাল অনুষদে ১৯০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে গত চার বছর ধরে জাতীয় শোক দিবসে সব সরকারি হাসপাতালে এই বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

জেএ/এএম

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী