X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে স্কুলছাত্র তায়েফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ০৯:২৬আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০৯:২৬

শাহরিয়ার খান তায়েফ উত্তরায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত শাহরিয়ার খান তায়েফ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।

তায়েফের চাচা মিজানুর রহমান খান মোবাইল ফোনে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, ‘আমরা এখন লাশ নিয়ে ময়মনসিংহে ভালুকায় গ্রামের বাড়ি যাচ্ছি। সেখানেই তার দাফন করা হবে। সকাল সাড়ে ৭টায় উত্তরা ৭ নম্বর সেক্টরে উত্তরা হাইস্কুলের পাশের মাঝে তার প্রথম জানাযা সম্পন্ন হয়।’

তিনি আরও বলেন, ‘গত শনিবার তায়েফের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। নিজে নিঃশ্বাস নিতে পারে কিনা তা পরীক্ষা করার জন্য সেদিন বিকেলে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। সারাদিন সে ভালো ছিল। তবে গতকাল দুপুরের দিকে তার অবস্থার আবারও অবনতি হয়। তখন আবার লাইফ সাপোর্ট দেওয়া হলেও চিকিৎসকরা জানান, তার প্রেসার অনেক কমে গিয়েছিল এবং পালস বেড়ে গিয়েছিল। ফলে লাইফ সাপোর্ট থাকা সত্ত্বেও সে সেটা নিতে পারেনি।’

উল্লেখ্য, গত ২২ জুলাই বন্ধুর সঙ্গে বের হয় তায়েফ। বাসায় ফেরার পথে মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পরে তায়েফ। পড়ে থাকা অবস্থাতেই তার বাম পায়ের ওপর দিয়ে চলে যায় আরেকটি গাড়ি। তারপর রাস্তায় অন্তত আধাঘণ্টা পড়ে ছিল রক্তাক্ত অবস্থায়। কেউ ধরেনি আমার ছেলেটিকে, কেউ এসে হাসপাতালে নিয়ে যায়নি। পরে এক সিএনজি চালক ছেলেকে রাস্তা থেকে তুলে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: ছেলেটা রাস্তায় পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি

/জেএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
আদালতে ড. ইউনূস
আদালতে ড. ইউনূস
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!