X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মুক্তামনির চিকিৎসায় সিঙ্গাপুর ব্যর্থ হলেও আমরা সফল হবো: ঢামেক অধ্যক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৭, ০৮:৫৮আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১০:৩৪

মুক্তামনির কেবিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা বিরল রোগে আক্রান্ত মুক্তামনির চিকিৎসা দিতে সিঙ্গাপুর ব্যর্থ হলেও আমরা সফল হবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আবুল বাজানদারের মতো মুক্তামনিকেও আমরা সুস্থ করে তুলতে পারবো বলে আশা করছি। তবে সময় একটু বেশি লাগবে। সিঙ্গাপুর ফেইলড, সিঙ্গাপুর ডিনাইড মুক্তামনি। কিন্তু ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা সেটা করে দেখিয়েছেন। এখনও পর্যন্ত আমরা কোনও জটিলতার সম্মুখীন হয়নি এবং আমরা সফল হবো।’

মঙ্গলবার বেলা ৯টার দিকে মুক্তামনির হাতে দ্বিতীয় অপারেশন করা হতে পারে। মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কেবিনে অবস্থান করেন চিকিসৎকরা। পরে বের হয়ে যাওয়ার সময় ঢামেক অধ্যক্ষ বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।

ডা. খান আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের উদ্বেগের অনেক খানি জায়গা জুড়ে আছে মুক্তামনি। এর সঙ্গে রয়েছে পুরো দেশবাসী।  প্রথম অপারেশন সফল হওয়ায় আমাদের মনোবল ও আত্মবিশ্বাস সবই বেড়েছে। এখন অনেক বিরল রোগের রোগীরা বার্ন ইউনিটে আসছেন, শুধুমাত্র আমাদের সফলতার খবর শুনে।’

মুক্তামনির কেবিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা অপারেশনের আগে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে মুক্তামনির কেবিনে যান ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ,  ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, একই ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম, জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন সুমি।

জানা গেছে,  বিশেষজ্ঞ চিকিৎসকরা মুক্তমনির কেবিনে এসে সব কাগজপত্র দেখেন। তার শারীরিক অবস্থা অপারেশনের জন্য উপযুক্ত আছে কিনা সে বিষয়ে কথা বলেন। তবে চিকিৎসকরা একমত হয়েছেন অপুষ্টির কারণে মুক্তামনি শারীরিকভাবে দুর্বল এবং তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এরই প্রেক্ষিতে তার খাওয়া দাওয়ার প্রতিও হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তবে পর্যবেক্ষণের পর মুক্তামণির শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর প্রাথমিকভাবে চিকিৎসকরা চারটি রোগের কথা ধারণা করলেও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ (কনজিনেটাল ডিজিস)। এর বিশেষত্ব হচ্ছে, জন্মের পরপরই কিছু ক্ষেত্রে এর প্রকাশ পায় কারও কারও ক্ষেত্রে, কারও-কারও ক্ষেত্রে পায় না। এরইমধ্যে সফলভাবে মুক্তামনির একটি অপারেশন করেছেন চিকিৎসকরা। আজ তার দ্বিতীয় অপারেশন।
আরও পড়ুন: 

মুক্তামনির হাতে দ্বিতীয় অপারেশন শুরু

হঠাৎ জ্বর আসায় মুক্তমনির আংশিক অপারেশন সম্পন্ন

 

/জেএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র